Ajker Patrika

শেখ হাসিনার বড় শক্তি তাঁর সততা: কৃষিমন্ত্রী

মধুপুর প্রতিনিধি
আপডেট : ২৬ ডিসেম্বর ২০২১, ১৬: ৩২
শেখ হাসিনার বড় শক্তি তাঁর সততা: কৃষিমন্ত্রী

‘শেখ হাসিনার বড় শক্তি হলো তাঁর সততা। তাঁর সততা আর দৃঢ় নেতৃত্বের ফলেই দেশ আজ এগিয়ে যাচ্ছে। মাথা পিছু আয় দাঁড়িয়েছে ২ হাজার ৫০০ ডলারে। কোনো ষড়যন্ত্রই উন্নয়ন থামাতে পারেনি। পৃথিবীর ক্ষমতাধর নারী তালিকায়ও শেখ হাসিনা স্থান করে নিয়েছেন। এসব সম্ভব হয়েছে শেখ হাসিনার সততার শক্তির জন্যই।’

কৃষিমন্ত্রী ড. মো. আব্দুর রাজ্জাক গতকাল শনিবার বিকেলে মধুপুর পৌর শহরের মধুবন কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত শিল্প ও বণিক সমিতির সাধারণ সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।

কৃষিমন্ত্রী আরও বলেন,১ / ১১ এর সময় টিআই প্রধান আমাদের দেশে এসেছিলেন। তিনি শেখ হাসিনার কোনো দুর্নীতির সন্ধান পাননি। অনেকের দুর্নীতির প্রমাণ মিললেও শেখ হাসিনার নিজের একটা বাড়িও পাওয়া যায়নি। বাবার ধানমন্ডির বাড়ি মিউজিয়াম করে দিয়ে বড় উদারতার পরিচয় দিয়েছেন।

ব্যবসায়ী সমিতির সভাপতি মধুপুর পৌরসভার মেয়র সিদ্দিক হোসেন খান এতে সভাপতিত্ব করেন। সভায় বক্তব্য দেন উপজেলা পরিষদের চেয়ারম্যান ছরোয়ার আলম খান আবু, সাবেক সাংসদ খন্দকার আনোয়ারুল হক, সমিতির উপদেষ্টা গিয়াস উদ্দিন আহমেদ, সাধারণ সম্পাদক জহির উদ্দিন বাবর, বিল্লাল হোসেন ফকির, আবুল কালাম আজাদ, নুরুল আলম খান রাসেল, আব্দুল মজিদ সরকার, আনোয়ার সাদাৎ ইমরান, খন্দকার মনিরুল ইসলাম লাবু প্রমুখ।

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শামীমা ইয়াসমীন, মধুপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার শাহীনা আক্তার, ধনবাড়ী পৌরসভার মেয়র মনিরুজ্জামান বকল প্রমুখ উপস্থিত ছিলেন। সমিতির আড়াই হাজার ব্যবসায়ী সদস্য এ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

কৃষিমন্ত্রী রাজ্জাক আরও বলেন, শেখ হাসিনার সততার অনেক প্রমাণ হয়েছে। নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু এখন দৃশ্যমান। অথচ এ সেতু তৈরির শুরুতে দুর্নীতির কথা উঠেছিল। মামলা হয়েছিল। কিন্তু শেষ পর্যন্ত দুর্নীতির অস্তিত্ব মেলেনি। এসব তাঁর সততার প্রমাণ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

মোবাইলে সর্বত্র ইন্টারনেট সংযোগ দেবে স্টারলিংকের ডাইরেক্ট-টু-সেল

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

মৌচাকে হাসপাতালের পার্কিংয়ে প্রাইভেট কার থেকে উদ্ধার দুই মরদেহের পরিচয় মিলেছে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত