বান্দরবান ও রাঙামাটি প্রতিনিধি
পার্বত্য চট্টগ্রামের বান্দরবান ও রাঙামাটি জেলায় প্রায় দেড় লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল শনিবার থেকে শুরু হতে যাওয়া ক্যাম্পেইন ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। গতকাল বৃহস্পতিবার সাংবাদিক ওরিয়েন্টেশনে এই তথ্য জানান দুই জেলার সিভিল সার্জন।
বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবানে ৬৬ হাজার ৬১৩ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এতে ৬ থেকে ১১ মাসের ৮ হাজার ৯২৬ শিশুকে নীল ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস পর্যন্ত ৫৭ হাজার ৩৮৭ শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে ওরিয়েন্টেশনে সিভিল সার্জন অংসুই প্রু মারমা এ তথ্য জানান।
সিভিল সার্জন জানান, জেলার ৭টি উপজেলা ও ২টি পৌরসভার ৯৬টি কেন্দ্রে টিকা খাওয়ানোর যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ কাজে জেলার ৩০টি ইউনিয়নের ৯০টি ও পৌরসভার ৬টি ওয়ার্ডসহ ৯৬টি ওয়ার্ডে টিকা খাওয়ানো হবে। এ জন্য মোট ৮৩১টি স্থান নির্ধারণ করা হয়েছে।
ডা. অং সুই প্রু মারমা জানান, টিকা খাওয়ানো কার্যক্রমে ১০৯ স্বাস্থ্য সহকারী, ৯৮ পরিবার পরিকল্পনা সহকারী এবং ৬২১ স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। এসব কাজ তদারকির জন্য ৯০ সুপারভাইজার দায়িত্ব পালন করবেন। অনুষ্ঠানে বান্দরবান প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম মুন, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সা সুই প্রু উপস্থিত ছিলেন।
এদিকে রাঙামাটি প্রতিনিধি জানান, রাঙামাটিতে এবার ৮২ হাজার ৪৯৬ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এতে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ২৫১ শিশুকে নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু লাল ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল সকালে সাংবাদিক ওরিয়েন্টেশনে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. বিপাশ খীসা। অনুষ্ঠানে এ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. মোস্তফা কামাল।
ওরিয়েন্টেশনে বলা হয়, শনিবার থেকে জেলায় সব উপজেলার সব ইউনিয়নের মোট ১ হাজার ৩১৫টি কেন্দ্রে এই ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য ২ হাজার ২০১ স্বেচ্ছাসেবী, ৪২৯ মাঠকর্মীসহ ২৪১ জন প্রথম সারির তদারককারী কাজ করবে।
ওরিয়েন্টেশনে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, স্থানীয় পত্রিকা গিরি দর্পণের সম্পাদক একে এম মকছুদ আহমদ।
পার্বত্য চট্টগ্রামের বান্দরবান ও রাঙামাটি জেলায় প্রায় দেড় লাখ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল শনিবার থেকে শুরু হতে যাওয়া ক্যাম্পেইন ১৪ ডিসেম্বর পর্যন্ত চলবে। গতকাল বৃহস্পতিবার সাংবাদিক ওরিয়েন্টেশনে এই তথ্য জানান দুই জেলার সিভিল সার্জন।
বান্দরবান প্রতিনিধি জানান, বান্দরবানে ৬৬ হাজার ৬১৩ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এতে ৬ থেকে ১১ মাসের ৮ হাজার ৯২৬ শিশুকে নীল ক্যাপসুল ও ১২ থেকে ৫৯ মাস পর্যন্ত ৫৭ হাজার ৩৮৭ শিশুকে লাল ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল সিভিল সার্জন কার্যালয়ের সভাকক্ষে ওরিয়েন্টেশনে সিভিল সার্জন অংসুই প্রু মারমা এ তথ্য জানান।
সিভিল সার্জন জানান, জেলার ৭টি উপজেলা ও ২টি পৌরসভার ৯৬টি কেন্দ্রে টিকা খাওয়ানোর যাবতীয় প্রস্তুতি সম্পন্ন হয়েছে। এ কাজে জেলার ৩০টি ইউনিয়নের ৯০টি ও পৌরসভার ৬টি ওয়ার্ডসহ ৯৬টি ওয়ার্ডে টিকা খাওয়ানো হবে। এ জন্য মোট ৮৩১টি স্থান নির্ধারণ করা হয়েছে।
ডা. অং সুই প্রু মারমা জানান, টিকা খাওয়ানো কার্যক্রমে ১০৯ স্বাস্থ্য সহকারী, ৯৮ পরিবার পরিকল্পনা সহকারী এবং ৬২১ স্বেচ্ছাসেবক নিয়োজিত থাকবেন। এসব কাজ তদারকির জন্য ৯০ সুপারভাইজার দায়িত্ব পালন করবেন। অনুষ্ঠানে বান্দরবান প্রেসক্লাব সভাপতি মনিরুল ইসলাম মুন, স্বাস্থ্য শিক্ষা কর্মকর্তা সা সুই প্রু উপস্থিত ছিলেন।
এদিকে রাঙামাটি প্রতিনিধি জানান, রাঙামাটিতে এবার ৮২ হাজার ৪৯৬ শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে। এতে ৬ থেকে ১১ মাস বয়সী ৯ হাজার ২৫১ শিশুকে নীল ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সী শিশু লাল ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। গতকাল সকালে সাংবাদিক ওরিয়েন্টেশনে এ তথ্য জানান সিভিল সার্জন ডা. বিপাশ খীসা। অনুষ্ঠানে এ বিষয়ে প্রবন্ধ উপস্থাপন করেন ডা. মো. মোস্তফা কামাল।
ওরিয়েন্টেশনে বলা হয়, শনিবার থেকে জেলায় সব উপজেলার সব ইউনিয়নের মোট ১ হাজার ৩১৫টি কেন্দ্রে এই ক্যাপসুল খাওয়ানো হবে। এ জন্য ২ হাজার ২০১ স্বেচ্ছাসেবী, ৪২৯ মাঠকর্মীসহ ২৪১ জন প্রথম সারির তদারককারী কাজ করবে।
ওরিয়েন্টেশনে বিশেষ অতিথি ছিলেন রাঙামাটি রিপোর্টার্স ইউনিটির সভাপতি সুশীল প্রসাদ চাকমা, স্থানীয় পত্রিকা গিরি দর্পণের সম্পাদক একে এম মকছুদ আহমদ।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫