Ajker Patrika

পাউবোতে চাকরির পরীক্ষার প্রস্তুতি

শিহাব আহাম্মেদ 
আপডেট : ১৫ অক্টোবর ২০২২, ১২: ০০
পাউবোতে চাকরির পরীক্ষার প্রস্তুতি

বিসিএস প্রধান লক্ষ্য থাকলেও পাউবোতে চাকরি করার ইচ্ছা ছিল গ্র্যাজুয়েশনের পর থেকেই। সে অনুযায়ী বিসিএসের পাশাপাশি পাউবোতে সহকারী প্রকৌশলী পদের জন্য পড়াশোনা শুরু করি। ২০১৮ ও ২০১৯ সালে পরীক্ষায় অংশগ্রহণ করলেও ভাইভা থেকে বাদ পড়ে যাই। তবু নিজের কাছে হেরে যাইনি। ২০২০ সালের পরীক্ষায় টিকে পাউবোতে আমার চাকরি হয়।

যেভাবে প্রস্তুতি শুরু করবেন
আগে পাউবোর নিয়োগ পরীক্ষা বুয়েটে হতো। কিন্তু ২০২০ সাল থেকে পাউবো নিজস্ব তত্ত্বাবধানে নিয়োগ পরীক্ষা নিচ্ছে। পরিবর্তন হয়েছে পরীক্ষার প্যাটার্নেও। বর্তমানে পরীক্ষার প্যাটার্ন কেমন, এই প্যাটার্ন অনুযায়ী কীভাবে প্রস্তুতি নিতে হবে, সে সম্পর্কে ধারণা দেওয়ার চেষ্টা করব। সঙ্গে আমার বানানো একটি প্রেজেন্টেশনের লিংক দিয়ে দেব, সেখানে পাউবোসহ অন্যান্য চাকরির পরীক্ষার প্রস্তুতি কীভাবে নিতে হবে সে সম্পর্কে বিস্তারিত বলা আছে।

মানবণ্টন:
পূর্ণমান: ১০০ (লিখিত ৭০+ভাইভা ৩০)
লিখিত: ৩০ অবজেকটিভ ৪০‍+ ডিপার্টমেন্টাল ম্যাথ ও থিওরি

৩০ নম্বর অবজেকটিভ বাংলা, ইংলিশ, সাধারণ জ্ঞান থেকে প্রশ্ন থাকে। এ ছাড়া সিভিল ইঞ্জিনিয়ারিং সম্পর্কিত বিভিন্ন অবজেকটিভ থাকে। সেগুলো আয়ত্ত করার জন্য বিভিন্ন ইন্ডিয়ান ওয়েবসাইট যেমন Indiabix.com, examveda.com ইত্যাদি থেকে সিভিল ইঞ্জিনিয়ারিং পার্টের অবজেকটিভ দেখতে হবে। আর বাংলা, ইংরেজি, সাধারণ জ্ঞানের জন্য বিসিএসের পূর্বেকার প্রশ্ন দেখতে হবে এবং বিভিন্ন সাম্প্রতিক গুরুত্বপূর্ণ ঘটনা সম্পর্কে ধারণা থাকতে হবে।

আর ৪০ মার্কের ডিপার্টমেন্টাল ম্যাথ ও থিওরির জন্য অনেক বেশি প্রস্তুতির প্রয়োজন। আমরা যারা সিভিল ইঞ্জিনিয়ার, তারা সবাই জানি যে সিভিল ইঞ্জিনিয়ারিংয়ের পাঁচটি বিভাগ রয়েছে। পাউবোর নিয়োগ পরীক্ষায় এই পাঁচটি বিভাগের মধ্যে Water Resource Engineering-এ সবচেয়ে বেশি গুরুত্ব প্রদান করতে হবে। এই অংশ থেকেই বেশি ম্যাথ আসবে। Water Resource Engineering অংশে ভালো করার জন্য Fluid Mechanics, Open Channel Flow, Hydrology এবং Irrigation Engineering এই বিষয়গুলো ভালো করে পড়লেই ম্যাথ কমন পড়বে এবং পারা যাবে। এ ছাড়া একটি প্রশ্ন থাকবে SFD-BMD থেকে। এ ছাড়া নিম্নোক্ত টপিকগুলো থেকে ম্যাথ আসার সম্ভাবনা আছে—

  • Influence line
  • Beam Design
  • Punching Shear of Footing
  • BOD-এর ম্যাথ
  • Column Design
  • Active Pressure, Passive Pressure-এর ম্যাথ
  • Fineness Modulus-এর ম্যাথ ইত্যাদি

এ ছাড়া কী কী পড়তে হবে তা সম্পর্কে বিস্তারিত ধারণা পাওয়ার জন্য আমি একটি প্রেজেন্টেশনের লিংক এখানে দিয়ে দিচ্ছি। https://t.ly/oyiC ওপরের স্লাইট অনুযায়ী পড়লে বিস্তারিত একটা ধারণা পাওয়া যাবে এবং বেশি বেশি করে পূর্ববর্তী পরীক্ষার প্রশ্ন সমাধান এবং চাকরির নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ একজন চাকরিপ্রার্থীকে আরও বেশি যোগ্য করে তোলে। লিখিত পরীক্ষায় টিকলে এরপর আসে ভাইভা। পাউবোতে ভাইভার চেয়ে লিখিত পরীক্ষার মার্ক সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। লিখিত যার ভালো হবে সে চাকরি পাওয়ার ক্ষেত্রে অনেকটা এগিয়ে থাকবে। পাউবোতে ভাইভা মোটামুটি সহজ হয় অন্যান্য প্রতিষ্ঠানের তুলনায়। ভাইভাতে ভালো করার জন্য পরের বিষয়গুলোতে নজর দিতে হবে—

শিহাব আহাম্মেদমেজর/মাইনর বিষয়গুলোর প্রস্তুতি
নিজের মেজর/মাইনর বিষয়গুলোর মৌলিক জ্ঞান, আগে কোনো প্রতিষ্ঠানে চাকরি করলে সেখানকার কার্যপরিধি, কেন পাউবোতে আসতে চাই, Introduce yourself এই সব প্রশ্নের উত্তর আগে থেকে ঠিক করে রাখা, নিজের জেলা সম্পর্কে বিস্তারিত জ্ঞান, নিজের জেলায় পাউবোর বাস্তবায়িত কাজ, পাউবো সম্পর্কে বিস্তারিত জ্ঞান, যেমন—পাউবোর প্রধানকে কী বলে, প্রধানের নাম কী, নিজ জেলায় পাউবোর প্রধান কে ইত্যাদি, পাউবোর মিশন ও ভিশন, পাউবোর ইতিহাস, মুক্তিযুদ্ধ, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সম্পর্কিত জ্ঞান ইত্যাদি।

পরামর্শ
আমি ওপরের লেখায় পাউবোতে কীভাবে চাকরি পেতে হবে সে সম্পর্কে মোটামুটি একটা ধারণা দেওয়ার চেষ্টা করেছি। একজন সিভিল ইঞ্জিনিয়ারের জন্য পাউবোর চাকরিটি বেশ ভালো। এখানে একজন সিভিল ইঞ্জিনিয়ারই প্রধান হয়, মানে মহাপরিচালক হয়। তাই নিজের ক্যারিয়ারের উন্নতির জন্য পাউবোর চাকরি বেশ ভালো। আর প্রতিবছর বেশ ভালোসংখ্যক সহকারী প্রকৌশলী নিয়োগ দেওয়া হয় পাউবোতে। সবার জন্য শুভকামনা।

অনুলিখন: জুবায়ের আহম্মেদ

লেখক: শিহাব আহাম্মেদ , সাব-ডিভিশনাল ইঞ্জিনিয়ার (অতিরিক্ত দায়িত্ব) বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (পাউবো)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

কোটি টাকা ‘ভর্তুকি’র জিম্বাবুয়ে সিরিজে বাংলাদেশ যা পেল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত