Ajker Patrika

ট্রেনের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৩: ৫৯
ট্রেনের ধাক্কায় ব্যাংক কর্মকর্তা নিহত

দিনাজপুরের পার্বতীপুরে ট্রেনের ধাক্কায় আমির আলী (৬৯) নামে এক ব্যাংক কর্মকর্তা নিহত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার সকাল পৌনে ৯টায় পার্বতীপুর রেল স্টেশন সংলগ্ন লোকশেড এলাকায় এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী ও ট্রেনের যাত্রী রুমিনা বেগম জানান, আমির আলী রেল লাইনের পাশের স্লিপারে বসে ছিলেন। সকাল পৌনে ৯টার দিকে চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনটি পার্বতীপুর রেলস্টেশনে আগে লোকশেড এলাকায় পৌঁছলে ট্রেন চালক হর্ন দিতে থাকেন। এ সময় জানালা দিয়ে তিনি ওই ব্যক্তিকে রেল লাইনের পাশের স্লিপারে বসে থাকতে দেখেন। একাধিকবার হর্ন দিলেও রেল লাইন থেকে সরে না যাওয়াও ইঞ্জিনের সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়ে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

পার্বতীপুর রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন নিহতের পরিবারের বরাত দিয়ে বলেন, প্রতিদিনের মতো আজও (গতকাল) সকালে হাঁটতে বের হয়েছিলেন তিনি। কিছুদিন আগে তাঁর ব্রেনে টিউমার অপারেশনের পর থেকেই কানে কম শুনতেন। অসতর্কতার কারণেই তাঁর মৃত্যু হতে পারে বলে জানান তিনি। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাইকোর্টের বিচারপতি হলেন সারজিস আলমের শ্বশুর

গুলি–ককটেল ছুড়তে ছুড়তে গজারিয়ার দুর্গম চরের পুলিশ ফাঁড়িতে ডাকাত দলের হামলা

কুমিল্লায় দুই ট্যাংকে পানি, তদন্ত শেষ হয়নি ১ মাসে

জিন সম্পাদনায় নতুন সাফল্য, ডায়াবেটিস রোগীদের আর ইনসুলিন নিতে হবে না

ট্রাম্পের শুল্ক এড়াতে ১০৩টি বোয়িং বিমান কিনবে দক্ষিণ কোরিয়া

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত