Ajker Patrika

শিয়ালের আতঙ্কে তিন গ্রামবাসী

চারঘাট প্রতিনিধি
আপডেট : ০১ নভেম্বর ২০২১, ১৯: ০২
শিয়ালের আতঙ্কে তিন গ্রামবাসী

চারঘাট উপজেলার তিনটি গ্রামে শিয়ালের কামড়ে অন্তত ১১ জন আহত হয়েছেন। গত শুক্রবার সন্ধ্যা থেকে কয়েক দফায় এ ঘটনা ঘটে। ঘটনার পর উপজেলাজুড়ে আতঙ্ক বিরাজ করছে। আহত ব্যক্তিদের চারঘাট উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। কয়েকজনকে পাঠানো হয়েছে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে।

স্থানীয় লোকজন জানান, শুক্রবার বিকেল থেকে গতকাল রোববার ভোর পর্যন্ত উপজেলার সদর ইউনিয়নের অনুপামপুর গ্রাম, সরদহ ইউনিয়নের চকরপাড়া গ্রাম ও নিমপাড়া ইউনিয়নের ভাটপাড়া গ্রামে ১১ জনকে কামড়ে দেয় শিয়াল।

ভাটপাড়া গ্রামের মুরাদ আলী বলেন, গত শনিবার রাতে গ্রামের বাজার থেকে বাড়ি ফেরার পথে শিয়ালের কবলে পড়েন। দৌড়ে পালানোর চেষ্টা করেও তিনি শেয়ালের কামড় থেকে রক্ষা পাননি।

চারঘাট উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আশিকুর রহমান বলেন, শিয়ালের কামড়ে আহত কয়েকজনকে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। আহতদের দ্রুত টিকা নেওয়ার পরামর্শ দেওয়া হয়। তবে স্বাস্থ্য কমপ্লেক্সে আপাতত টিকার সরবরাহ নেই।

উপজেলার সদর ইউনিয়নের চেয়ারম্যান মোজাম্মেল হক বলেন, এলাকায় লোকজনের মধ্যে শিয়ালের আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত