আবদুল আযীয কাসেমি
আল্লাহ তাআলা বান্দার কাঁধে সাধ্যের বাইরের কোনো বোঝা চাপিয়ে দেন না। বিষয়টি সরাসরি কোরআন-সুন্নাহ থেকে প্রমাণিত। এরশাদ হচ্ছে, ‘আল্লাহ কোনো মানুষকে তার সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না।’ (সুরা বাকারা: ২৮৬) মহানবী (সা.) সাহাবি ইমরান বিন হুসাইনকে বলেছিলেন, ‘তুমি দাঁড়িয়ে নামাজ আদায় করো। দাঁড়িয়ে না পারলে বসে আদায় করো। বসে না পারলে পার্শ্বদেশে ভর দিয়ে শুয়ে ইশারা করে নামাজ আদায় করো।’ (আবু দাউদ)
নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত হওয়ায় অসুস্থ অবস্থায়ও তা আদায় করতে হয়। সুতরাং যার পক্ষে যে ফরজগুলো পূর্ণ আদায় করা সম্ভব হবে না, সে যতটুকু আদায় করতে সক্ষম, ততটুকু আদায় করবে। যে প্রচণ্ড ব্যথার কারণে দাঁড়াতে পারে না অথবা দাঁড়ালে অসুস্থতা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে, কিংবা নতুন করে অসুস্থ হওয়ার শঙ্কা জাগে, তবে সে বসেই রুকু-সিজদা দিয়ে নামাজ আদায় করবে। কেউ যদি বসে নামাজ আদায় করতে পারে, তবে রুকু-সিজদা ঠিকমতো দিতে পারে না, সে ইশারায় রুকু-সিজদা আদায় করবে। ইশারার রুকু-সিজদা করার সময় সিজদার জন্য রুকু থেকে অধিক পরিমাণ মাথা নোয়াতে হবে। তা না হলে নামাজ হবে না। আর কোনো কিছু উঠিয়ে কপালে ঠেকিয়ে সিজদা করলে সিজদা আদায় হবে না।
বসে নামাজ আদায় করতে অক্ষম হলে, সে উভয় পা কেবলামুখী করে খাঁড়া করে রাখবে। নিজে বালিশের সঙ্গে হেলান দিয়ে শুয়ে চেহারা কেবলামুখী রাখার চেষ্টা করবে।
রুকু-সিজদা ইশারার মাধ্যমে আদায় করবে। যদি এ নিয়মে নামাজ আদায় করতে না পারে, তাহলে চিত হয়ে শুয়ে ইশারায় নামাজ আদায় করতে পারবে। তবে মনে রাখতে হবে, ইশারা মাথা দিয়ে করতে হবে। চোখ বা ভ্রু দিয়ে ইশারা করলে রুকু-সিজদা আদায় হবে না।
যদি এক দিন এক রাত মাথা দিয়ে ইশারা করতে না পারে, তবে সে এক দিন এক রাতের নামাজ পরে সক্ষম হলে আদায় করে নেবে। এমন মুমূর্ষু অবস্থা বহাল থাকলে পরের দিন থেকে নামাজ পড়তে হবে না এবং কাজাও করতে হবে না। (আল বাহরুর রায়েক, হেদায়া)
লেখক: শিক্ষক ও হাদিস গবেষক
আল্লাহ তাআলা বান্দার কাঁধে সাধ্যের বাইরের কোনো বোঝা চাপিয়ে দেন না। বিষয়টি সরাসরি কোরআন-সুন্নাহ থেকে প্রমাণিত। এরশাদ হচ্ছে, ‘আল্লাহ কোনো মানুষকে তার সাধ্যের বাইরে কিছু চাপিয়ে দেন না।’ (সুরা বাকারা: ২৮৬) মহানবী (সা.) সাহাবি ইমরান বিন হুসাইনকে বলেছিলেন, ‘তুমি দাঁড়িয়ে নামাজ আদায় করো। দাঁড়িয়ে না পারলে বসে আদায় করো। বসে না পারলে পার্শ্বদেশে ভর দিয়ে শুয়ে ইশারা করে নামাজ আদায় করো।’ (আবু দাউদ)
নামাজ গুরুত্বপূর্ণ ইবাদত হওয়ায় অসুস্থ অবস্থায়ও তা আদায় করতে হয়। সুতরাং যার পক্ষে যে ফরজগুলো পূর্ণ আদায় করা সম্ভব হবে না, সে যতটুকু আদায় করতে সক্ষম, ততটুকু আদায় করবে। যে প্রচণ্ড ব্যথার কারণে দাঁড়াতে পারে না অথবা দাঁড়ালে অসুস্থতা বেড়ে যাওয়ার আশঙ্কা থাকে, কিংবা নতুন করে অসুস্থ হওয়ার শঙ্কা জাগে, তবে সে বসেই রুকু-সিজদা দিয়ে নামাজ আদায় করবে। কেউ যদি বসে নামাজ আদায় করতে পারে, তবে রুকু-সিজদা ঠিকমতো দিতে পারে না, সে ইশারায় রুকু-সিজদা আদায় করবে। ইশারার রুকু-সিজদা করার সময় সিজদার জন্য রুকু থেকে অধিক পরিমাণ মাথা নোয়াতে হবে। তা না হলে নামাজ হবে না। আর কোনো কিছু উঠিয়ে কপালে ঠেকিয়ে সিজদা করলে সিজদা আদায় হবে না।
বসে নামাজ আদায় করতে অক্ষম হলে, সে উভয় পা কেবলামুখী করে খাঁড়া করে রাখবে। নিজে বালিশের সঙ্গে হেলান দিয়ে শুয়ে চেহারা কেবলামুখী রাখার চেষ্টা করবে।
রুকু-সিজদা ইশারার মাধ্যমে আদায় করবে। যদি এ নিয়মে নামাজ আদায় করতে না পারে, তাহলে চিত হয়ে শুয়ে ইশারায় নামাজ আদায় করতে পারবে। তবে মনে রাখতে হবে, ইশারা মাথা দিয়ে করতে হবে। চোখ বা ভ্রু দিয়ে ইশারা করলে রুকু-সিজদা আদায় হবে না।
যদি এক দিন এক রাত মাথা দিয়ে ইশারা করতে না পারে, তবে সে এক দিন এক রাতের নামাজ পরে সক্ষম হলে আদায় করে নেবে। এমন মুমূর্ষু অবস্থা বহাল থাকলে পরের দিন থেকে নামাজ পড়তে হবে না এবং কাজাও করতে হবে না। (আল বাহরুর রায়েক, হেদায়া)
লেখক: শিক্ষক ও হাদিস গবেষক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪