Ajker Patrika

গা-ঢাকা সম্ভাব্য ৬ চেয়ারম্যান প্রার্থীর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
আপডেট : ১৯ ডিসেম্বর ২০২১, ১৮: ৪২
গা-ঢাকা সম্ভাব্য ৬ চেয়ারম্যান প্রার্থীর

ব্রাহ্মণবাড়িয়া নবীনগরের নাটঘর ইউনিয়ন পরিষদের (ইউপি) আসন্ন নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগের মনোনয়নপ্রত্যাশী এরশাদুল হক ও তাঁর সহযোগী বাদল সরকার খুন হওয়ার পর থেকে গা-ঢাকা দিয়েছেন সম্ভাব্য ৬ চেয়ারম্যান প্রার্থী।

এই হত্যাকাণ্ডের পর থেকে খুঁজে পাওয়া যাচ্ছে না তাঁদের। এমনকি তাঁদের মুঠোফোনও বন্ধ রয়েছে। বাড়িতে গিয়ে তাদের সন্ধান মেলেনি।

জানা যায়, এবারের নাটঘর ইউনিয়ন পরিষদ নির্বাচনে অংশ নিতে চেয়েছিলেন এরশাদুল হকসহ মোট সাত সম্ভাব্য প্রার্থী। তাদের মধ্যে ছয়জন আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী ছিলেন। বাকি একজন বিএনপি সমর্থক। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিজেকে প্রচারে সম্পৃক্ত রেখেছেন।

এরশাদুল হক ছাড়া আওয়ামী লীগের দলীয় মনোনয়নপ্রত্যাশী অন্যরা হলেন- নোয়াব মোল্লা, রফিকুল ইসলাম রতন, শামীম আবদুল্লাহ, সাইফুল ইসলাম আলম ও লিয়াকত আলী। আর বিএনপি সমর্থক ও স্বতন্ত্র প্রার্থী ডা. মহিন উদ্দিন মহিন।

এই ঘটনার পর বাকি সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীরা অনেকটা পর্দার অন্তরালে চলে গেছেন। তবে তাঁদের ঘনিষ্ঠজনরা জানিয়েছেন থানায় মামলা রেকর্ড হওয়ার পরে তাঁরা প্রকাশ্যে আসবেন।

কাদের আসামি করা হয়েছে, তা নিশ্চিত হওয়ার পরেই তাঁরা নিজেদের উপস্থিতি জানান দিবেন। মামলা-হামলার আতঙ্কেই তারা নিজেরা এখন অনেকটা আত্মগোপনে আছেন বলেও ঘনিষ্ঠদের সূত্রে জানা গেছে।

এ ব্যাপারে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোল্লা মোহাম্মদ শাহীন বলেন, ‘সামগ্রিক বিষয়ে তদন্ত চলছে। তদন্তের স্বার্থে এখন কিছু বলা ঠিক হবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত