Ajker Patrika

মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

সিলেট প্রতিনিধি
আপডেট : ১৬ ডিসেম্বর ২০২১, ১১: ১২
মুরাদের বিরুদ্ধে মামলার আবেদন খারিজ

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সাংসদ ডা. মুরাদ হাসানের বিরুদ্ধে সিলেটে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার আবেদন খারিজ করেছেন আদালত। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নাতনি জাইমা রহমানকে নিয়ে আপত্তিকর মন্তব্য করায় গত রোববার সাইবার দমন ট্রাইব্যুনালে মামলার আবেদন করা হয়। আবেদন করেন জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম সিলেটের সাংগঠনিক সম্পাদক তানভীর আখতার খান।

গতকাল বুধবার মামলার আবেদন খারিজ করেন সিলেটের সাইবার দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আবুল কাশেম। মামলার বাদী আইনজীবী তানভীর আখতার খান জানান, আদালত আবেদনের শুনানি শেষে তা খারিজে করে দেন।

মামলায় মুরাদসহ দুজনকে আসামি করা হয়। অপর আসামি হলেন নাহিদ রেইনস। নাহিদের ফেসবুক পেজ ‘নাহিদরেইন্স পিকচার্স’ থেকে নাহিদেরই উপস্থাপনায় ১ ডিসেম্বর লাইভে এসে জাইমা রহমানকে জড়িয়ে ‘কুরুচিপূর্ণ’ কথা বলেন ডা. মুরাদ।

সাবেক তথ্য ও সম্প্রচার প্রতিমন্ত্রী সাংসদ ডা. মুরাদ হাসানের নামে ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫,২৯, ৩১ ও ৩৫ ধারায় মামলার আবেদন করা হয়।

মামলার বাদী বলেন, ‘আমরা আশা করেছিলাম আদালত মামলাটি আমলে নিয়ে তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি করবেন। কিন্তু শুনানি শেষে আদালত আবেদনটি খারিজ করে দেন।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত