Ajker Patrika

মোটরসাইকেল দুর্ঘটনায় শ্রমিক নিহত

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৬ অক্টোবর ২০২১, ১১: ২৭
মোটরসাইকেল দুর্ঘটনায় শ্রমিক নিহত

পটুয়াখালীতে মোটরসাইকেল–টমটম সংঘর্ষে সুজন (৩০) নামে এক মোটরসাইকেল শ্রমিকের মৃত্যু হয়েছে। গত রোববার বিকেলে শহরের শিল্পকলা সড়কে এ ঘটনা ঘটে।

নিহত সুজনের স্বজন বিকাশ বলেন, ‘সুজন শহরের পৌর মুসলিম গোরস্থান এলাকায় একটি মোটরসাইকেল গ্যারেজে শ্রমিকের কাজ করত। প্রতিবারের মতো এবারও গ্রাহকের একটি পালসার মোটরসাইকেল ঠিক করার পর ট্রায়ালের জন্য বের হয় সে। শহরের শিল্পকলা একাডেমি অতিক্রমের সময় চৌরাস্তাগামী একটি টমটমের সঙ্গে ওই মোটরসাইকেলের সংঘর্ষ হয়। এতে গুরুতর আহত হয় সুজন। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাকে বরিশাল নিয়ে যেতে বলে। বরিশাল নেওয়ার পথে মৃত্যু হয় তাঁর।’

পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মাহিন বলেন, ‘মোটরসাইকেল দুর্ঘটনার এক রোগীকে হাসপাতালে নিয়ে আসলে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে তাকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল পাঠানো হয়।’

পটুয়াখালী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামানকে ফোন করা হয়। কিন্তু তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য পাওয়া যায়নি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত