Ajker Patrika

ক্যশৈহ্লার সঙ্গে খেলোয়াড়দের সাক্ষাৎ

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ২৫ সেপ্টেম্বর ২০২১, ১১: ৫৩
ক্যশৈহ্লার সঙ্গে  খেলোয়াড়দের সাক্ষাৎ

জাতীয় হ্যান্ডবল প্রতিযোগিতায় রানার্স আপ বান্দরবান জেলা হ্যান্ডবল দল গতকাল বৃহস্পতিবার বান্দরবান পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান ক্যশৈহ্লার সঙ্গে সাক্ষাৎ করেছেন। গতকাল দুপুরে জেলা পরিষদ চেয়ারম্যানের কার্যালয়ে বিভিন্ন বিষয়ে কথা বলেন তাঁরা।

বাংলাদেশ কারাতে ফেডারেশনের সাধারণ সম্পাদক ও জেলা পরিষদ চেয়ারম্যান খেলোয়াড়দের ফুল দিয়ে শুভেচ্ছা জানান। ভবিষ্যতে আরও ভালো খেলে চ্যাম্পিয়ন হওয়ার আশা প্রকাশ করে তিনি বলেন, তাঁর পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা দেওয়া হবে।

পার্বত্য জেলা পরিষদ সূত্রে জানা গেছে, গত ২০ সেপ্টেম্বর বঙ্গবন্ধুর জন্মশতবর্ষ উদ্‌যাপন উপলক্ষে বাংলাদেশ হ্যান্ডবল ফেডারেশনের উদ্যোগে ওয়ালটন দ্বিতীয় জাতীয় যুব (অনূর্ধ্ব-১৭, বালক ও বালিকা) হ্যান্ডবল প্রতিযোগিতা শুরু হয়। প্রতিযোগিতায় বান্দরবান দল রানার্সআপ হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত