Ajker Patrika

বিএনপি নেতার স্বাক্ষর জালিয়াতি

পিরোজপুর প্রতিনিধি
আপডেট : ২২ অক্টোবর ২০২১, ১০: ৫৫
বিএনপি নেতার স্বাক্ষর জালিয়াতি

পিরোজপুর সদর উপজেলার শংকরপাশা ইউনিয়ন ও দুর্গাপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত নৌকার প্রার্থীদের নামে অপপ্রচারের অভিযোগ উঠেছে। বিএনপির নেতাদের স্বাক্ষর জালিয়াতি করে ও ভুয়া প্যাড ব্যবহার করে তাঁদের বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত থাকার বিষয়ে অপপ্রচার চালাচ্ছে একটি মহল। বিষয়টি নিশ্চিত করেছেন জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল।

আসন্ন ১১ নভেম্বর ইউনিয়ন পরিষদ নির্বাচন ঘিরে এই অপপ্রচারের নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন শংকরপাশা ইউনিয়নের নৌকা প্রতীকের চেয়ারম্যান প্রার্থী তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন ও দুর্গাপুর ইউনিয়নের আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী রাম প্রসাদ রায়।

পিরোজপুর সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও শংকরপাশা ইউনিয়নের নৌকা প্রতীকের প্রার্থী তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন জানান, ১৯৮৫ সাল থেকে জেলা আওয়ামী লীগের বর্তমান সভাপতি এ কে এম এ আউয়ালের নেতৃত্বে মাঠ পর্যায়ে আওয়ামী লীগের কর্মী হিসেবে কাজ করে আসছেন তিনি। তিনি ২০০৩ সালে আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী হিসেবে শংকরপাশা ইউনিয়ন পরিষদে চেয়ারম্যান পদে নির্বাচিত হন। এরপরে ২০১১ সালেও আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ও ২০১৬ সালে আওয়ামী লীগের মনোনীত নৌকার প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নিয়ে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। এবারও নৌকার প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। কিন্তু একটি মহল তাঁর বিরুদ্ধে নানা অপপ্রচার করছে।

দুর্গাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও আওয়ামী লীগ মনোনীত প্রার্থী রাম প্রসাদ রায় জানান, ১৯৯৬ সালের আওয়ামী লীগের নির্বাচনে নৌকার পক্ষে কাজ করার জন্য তৎকালীন বিএনপির নেতা-কর্মীদের হামলায় আহত হন তিনি। বর্তমানে ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। কিন্তু একটি মহল আওয়ামী লীগের প্রার্থীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য বিএনপির নেতার স্বাক্ষর জালিয়াতি ও ভুয়া প্যাড ব্যবহার করে গুজব ছড়াচ্ছে।

পিরোজপুর সদর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মহিউদ্দিন মল্লিক নাসির জানান, তিনি আওয়ামী লীগ মনোনীত কোনো প্রার্থীর নামে কোনো প্রত্যয়নপত্রে স্বাক্ষর করেনি।

জেলা বিএনপির সভাপতি গাজী নুরুজ্জামান বাবুল জানান, জেলা বিএনপির ভুয়া প্যাড ও তাঁর স্বাক্ষর জালিয়াতি করে একটি মহল মিথ্যাচার করছে। তিনি এই প্রত্যয়নের বিষয়ে কোনো কিছুই জানেন না। তিনি বলেন, ‘তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন কখনোই বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত ছিলেন না। এই জালিয়াতি করে যাঁরা এই মিথ্যা তথ্য ছড়াচ্ছেন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এম এ হাকিম হাওলাদার জানান, তোফাজ্জেল হোসেন মল্লিক স্বপন ও রাম প্রসাদ রায়ের বিরুদ্ধে যে অভিযোগ তোলা হয়েছে তা ভিত্তিহীন। তাঁরা দীর্ঘদিন ধরে আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত