Ajker Patrika

ছাড়পত্র না থাকায় দুই ইটভাটাকে জরিমানা

ভেড়ামারা (কুষ্টিয়া) প্রতিনিধি 
আপডেট : ২০ এপ্রিল ২০২২, ১৫: ১৫
ছাড়পত্র না থাকায় দুই   ইটভাটাকে জরিমানা

কুষ্টিয়ার ভেড়ামারায় লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ভাটা পরিচালনা এবং জ্বালানি কাঠ ব্যবহার করায় দুই ইটভাটা মালিককে ২ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার দশমাইল এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোছা. রেকসোনা খাতুন। এ সময় বিএসটিআই অধিদপ্তরের পরিদর্শক আতিকুজ্জামান উপস্থিত ছিলেন।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, উপজেলার বাহিরচর ইউনিয়নের এম এইচ টি এবং এম কে বি দীর্ঘদিন পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়াই ইটভাটা পরিচালনা করাসহ কাঠ পুড়িয়ে আসছে। গতকাল দুপুরে অভিযান চালিয়ে দুই ভাটাকে এক লাখ টাকা করে জরিমানা করা হয়।

উপজেলা সহকারী কমিশনার রেকসোনা খাতুন বলেন, লাইসেন্স ও পরিবেশ অধিদপ্তরের ছাড়পত্র ছাড়া ভাটা পরিচালনা এবং কাঠ ব্যবহার করায় দুই ইটভাটা মালিককে এক লাখ টাকা করে জরিমানা করা হয়। পাশাপাশি সংশোধনের জন্য মালিকদের সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

পিটুনিতে নিহত সেই শামীম মোল্লাকে বহিষ্কার করল জাবি প্রশাসন, সমালোচনার ঝড়

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

১০-১২তম গ্রেডে নিয়োগ: প্রতি পদের বিপরীতে দুজন থাকবেন অপেক্ষমাণ

মধুপুরে বিদ্যালয়ে ঢুকে শিক্ষককে জুতাপেটা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত