Ajker Patrika

বেইমানদের থেকে সাবধান: শামীম ওসমান

সংবাদদাতা
আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২২, ১০: ০৪
বেইমানদের থেকে সাবধান: শামীম ওসমান

নারায়ণগঞ্জ-৪ আসনের সাংসদ শামীম ওসমান বলেছেন, ‘যারা ইমানদারির সঙ্গে বেইমানি করেছে, তাদের থেকে আমাদের সাবধান থাকতে হবে। বিএনপি আমাদের প্রতিদ্বন্দ্বী, তারা নির্বাচনে প্যানেল দেবে এটাই স্বাভাবিক। কিন্তু নিজেদের ভেতরে যারা বিভেদ সৃষ্টি করতে চাইছে, তারা চেষ্টা করবে দলের ভেতর বিভাজন তৈরি করার। এটা যেন বাস্তবায়ন না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে।’

গতকাল সোমবার বিকেলে নারায়ণগঞ্জ সদর উপজেলার মাঠে আইনজীবী সমিতির নবনির্বাচিত সদস্যদের উদ্দেশে তিনি এসব কথা বলেন। এদিন পূর্ণ প্যানেলে নির্বাচিত আইনজীবী নেতারা তাঁকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান।

শামীম ওসমান বলেন, ‘যারা আগের প্যানেলে ছিলেন, তাঁরা ভালো কাজ করেছেন বলেই আমরা এবারও ভালো ফল পেয়েছি। আমাদের খোকন সাহা, মাসুদ ভাই, শামসুল ইসলাম ভূঁইয়াসহ সকলে মিলে এই দল সাজিয়েছে। তাঁরা অক্লান্ত পরিশ্রম করেছেন। যাঁরা নবনির্বাচিত তাঁদের প্রতি অনুরোধ, কোনো সিদ্ধান্ত যেন এমন না হয় যে এটা আমাদের কমিটি আমরাই সিদ্ধান্ত নেব। নেতাদের সঙ্গে আলোচনা করে সব প্রোগ্রাম নেওয়া দরকার।’

তিনি বলেন, ‘এই প্রথম আইনজীবী সমিতি নির্বাচনে আওয়ামী লীগের প্যানেলকে হারানোর জন্য পাল্টা প্যানেল দেওয়ার চেষ্টা করা হয়েছে। ওই শক্তিটা এখন চেষ্টা করবে আমাদের দুর্বল করে দিতে। তবে আশার কথা হচ্ছে, এবার আমরা অন্যবারের তুলনায় ভালো ফল করেছি।’

এ সময় উপস্থিত ছিলেন আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি হাসান ফেরদৌস জুয়েল, সাধারণ সম্পাদক রবিউল আমীন রনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত