Ajker Patrika

পটুয়াখালীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

পটুয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৮ অক্টোবর ২০২১, ১০: ৪৭
পটুয়াখালীতে বাড়ছে ডেঙ্গুর প্রকোপ

পটুয়াখালীতে হঠাৎ বাড়ছে ডেঙ্গুর প্রকোপ। জেলার বিভিন্ন হাসপাতালে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে ৮ জন ভর্তি হয়েছেন। বর্তমানে হাসপাতালে মোট ডেঙ্গু রোগী চিকিৎসাধীন আছেন ১৪ জন। জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম শিপন এ তথ্য নিশ্চিত করেছেন।

পটুয়াখালীর নতুন বাজার এলাকার বাসিন্দা আইনজীবী সুব্রত শীল বলেন, ‘আমার শিশু কন্যাকে ডেঙ্গু জ্বরসহ গুরুতর অবস্থায় ঢাকায় শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তার অবস্থা আশঙ্কাজনক।’

এ ছাড়া শহরের অধিকাংশ এলাকার বাসিন্দারা ডেঙ্গু রোগে আক্রান্ত হয়ে নিজেদের বাসায় ব্যক্তিগতভাবে চিকিৎসা নিচ্ছেন।

পটুয়াখালী পৌরসভার মেয়র মহিউদ্দিন আহম্মেদ জানান, পৌর এলাকার ৯টি ওয়ার্ডে ডেঙ্গু মশার উপদ্রব ঠেকাতে মাইকিং করে প্রচারণা চালানো হয়েছে। এ ছাড়া সব জায়গায় স্প্রে করে মশার ওষুধ ছিটানো হচ্ছে। ডেঙ্গু মশা নিধনে পৌরসভার উদ্যোগে কাউন্সিলরদের নিয়ে ওয়ার্ডভিত্তিক কমিটি করে প্রোগ্রাম হাতে নেওয়া হয়েছে।

জেলা সিভিল সার্জন জাহাঙ্গীর আলম শিপন বলেন, ‘পটুয়াখালীতে ডেঙ্গুর প্রকোপ বেড়েছে। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত ১৪১ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ১০২ জন। পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালসহ জেলার সকল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ডেঙ্গুর জন্য আলাদা শয্যা, চিকিৎসক, নার্স ও ওষুধের মজুত রাখা হয়েছে। ডেঙ্গু নিয়ন্ত্রণ ও প্রতিরোধে জেলা সমন্বয় সভায় আলোচনা করে সংশ্লিষ্টদের ব্যবস্থা নিতে অনুরোধ করা হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত