Ajker Patrika

বিএনপির কমিটি গঠন

বাউফল ও কলাপাড়া প্রতিনিধি
আপডেট : ২৭ নভেম্বর ২০২১, ১৪: ১১
বিএনপির কমিটি গঠন

বাউফল উপজেলা ও পৌর বিএনপির আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। গত বৃহস্পতিবার রাতে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রসিদ চুন্নু মিয়া ও সদস্যসচিব স্নেহাংশু সরকার কুট্টি স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটি ঘোষণা করা হয়।

এতে শাহজাদা মিয়াকে আহ্বায়ক ও অলিয়ার রহমানকে সদস্যসচিব করে উপজেলা বিএনপির কমিটি গঠন করা হয়। অপর দিকে হুয়ায়ুন কবীরকে আহ্বায়ক ও এটিএম মিজানুর রহমানকে সদস্যসচিব করে বাউফল পৌর বিএনপির কমিটি গঠন করা হয়েছে। উভয় কমিটিতে মোট ৩১ জন সদস্য রাখা হয়েছে।

এ বিষয়ে জেলা বিএনপির আহ্বায়ক আব্দুর রসিদ চুন্নু মিয়া বলেন, ‘বাউফল উপজেলা ও পৌর আহ্বায়ক কমিটিকে আগামী ৬০ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি করার নির্দেশনা দেওয়া হয়েছে।’

উপজেলা বিএনপির আহ্বায়ক শাহজাদা মিয়া ও বাউফল পৌর বিএনপির আহ্বায়ক হুমায়ুন কবীর বলেন, ‘জেলা আহ্বায়ক আগামী ৬০ দিনের মধ্যে উপজেলা ও পৌর কমিটি গঠনের নির্দেশনা দিয়েছেন। আমরা আশা করছি নির্ধারিত সময়ের আগেই পূর্ণাঙ্গ কমিটি গঠন করতে সক্ষম হব।’

এদিকে কলাপাড়া উপজেলা এবং পৌর বিএনপির ৩১ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটির অনুমোদন দিয়েছেন জেলা কমিটির নেতারা। পটুয়াখালী জেলা কমিটির আহ্বায়ক ও সদস্যসচিব স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ কমিটিকে অনুমোদন দেওয়া হয়।

কমিটিতে কলাপাড়া বিএনপির আহ্বায়ক হিসেবে হুমায়ুন সিকদার এবং সদস্যসচিব হিসেবে হাফিজুর রহমান চুন্নুকে মনোনীত করা হয়। অপরদিকে কলাপাড়া পৌর বিএনপির আহ্বায়ক হিসেবে গাজী মো. ফারুক এবং সদস্যসচিব হিসেবে মুসা তাওহীদ নান্নু মুন্সীকে মনোনীত করা হয়।

নবনির্বাচিত পৌর বিএনপির আহ্বায়ক গাজী মো. ফারুক বলেন, ‘কলাপাড়া বিএনপিকে ঐক্যবদ্ধ করতে দল আমাকে যে দায়িত্ব দিয়েছে সকল নেতা-কর্মীকে সঙ্গে নিয়ে তা পালন করার চেষ্টা করব। আগামী ৬০ দিনের মধ্যে ওয়ার্ড এবং ইউনিয়ন কমিটি করার পর কাউন্সিলের মাধ্যমে পূর্ণাঙ্গ কমিটি করার চেষ্টা করব।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত