Ajker Patrika

দুজনের ফাঁসি কার্যকর যেকোনো দিন

যশোর প্রতিনিধি
আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১৭: ১০
দুজনের ফাঁসি কার্যকর  যেকোনো দিন

আগামী সপ্তাহের যে কোনো দিন যশোর কেন্দ্রীয় কারাগারে দুই আসামির ফাঁসির রায় কার্যকর হতে পারে। ধর্ষণের পরে হত্যার দায়ে আদালত ওই দুই আসামিকে মৃত্যুদণ্ডের আদেশ দেন। তাঁরা হলেন চুয়াডাঙ্গার আলমডাঙ্গা উপজেলার রায় লক্ষণপুর গ্রামের আজিজুল ওরফে আজিজ (৫০) ও মিন্টু ওরফে কালু (৫০)। বিষয়টি নিশ্চিত করেছেন যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান।

জেলার তুহিন কান্তি খান মামলা ও রায়ের কপির বরাত দিয়ে জানান, আজিজুল ও কালু আলমডাঙ্গার রায় লক্ষ্মীপুর গ্রামের এক নারীকে ধর্ষণের পর হত্যা করেন। এ ঘটনায় ২০০৩ সালের ২৮ সেপ্টেম্বর একটি মামলা করা হয়। দীর্ঘ সাক্ষ্য প্রমাণ শেষে চুয়াডাঙ্গার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-২ আদালতের বিচারক ২০০৭ সালের ২৬ জুলাই আসামি আজিজুল ও কালুকে মৃত্যুদণ্ড এবং দুজনকেই দুই লাখ টাকা করে জরিমানার আদেশ দেন।

তুহিন কান্তি খান আরও জানান, আসামি পক্ষের স্বজনেরা উচ্চ আদালতে আপিল করেন। সাক্ষ্য প্রমাণ শেষে উচ্চ আদালত ২০১২ সালে ১১ নভেম্বর নিম্ন আদালতের রায় বহাল রাখার আদেশ দেন। এর পর আসামি পক্ষ মামলাটি নিয়ে যান সুপ্রিম কোর্টে। চলতি বছরে ২৬ জুলাই নিম্ন আদালতের রায় বহাল রাখেন সুপ্রিম কোর্ট। এর পর রাষ্ট্রপতির কাছে প্রাণ ভিক্ষা চাইলে সেখানেও নাকচ হয় তাঁদের আবেদন।

যশোর কেন্দ্রীয় কারাগারের জেলার তুহিন কান্তি খান বলেন, গত ৬ সেপ্টেম্বর সুরক্ষা সেবা বিভাগ কারা অধিদপ্তর থেকে চিঠি দেয় যশোর কেন্দ্রীয় কারাগারে। যশোর কেন্দ্রীয় কারাগার ৮ সেপ্টেম্বর সেই চিঠি গ্রহণ করে। আগামী ৪ অক্টোবর (সোমবার) যশোর কেন্দ্রীয় কারাগারে আজিজুল ও মিন্টু ফাঁসির আদেশ কার্যকর হওয়ার সম্ভাবনা রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত