Ajker Patrika

বাউফলে ইউপি সদস্য প্রার্থীর প্রচারণায় হামলা, আহত ৫

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২২, ১৬: ২৮
বাউফলে ইউপি সদস্য প্রার্থীর প্রচারণায় হামলা, আহত ৫

পটুয়াখালীর বাউফল উপজেলার দাশপাড়া ইউনয়ন পরিষদ নির্বাচনে প্রচারণায় ফুটবল প্রতীকের প্রার্থীর কর্মী-সমর্থকদের ওপর হামলার অভিযোগ উঠেছে প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের প্রার্থীর বিরুদ্ধে। গত মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে উপজেলার দাসপাড়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বাহিরদাসপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় ফুটবল প্রতীকের পাঁচজন কর্মী সমর্থক আহত হয়েছে। তাঁদের মধ্যে গুরুতর আহত সেলিম আকন (৫০) ও তুহিন মিয়াকে (২২) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, আগামী ৭ ফেব্রুয়ারি উপজেলার দাসপাড়া ইউনিয়ন পরিষদের নির্বাচনের তারিখ ধার্য করা রয়েছে। ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডে সাধারণ সদস্য পদে ফুটবল প্রতীকে সিরাজুল ইসলাম শিমুল ও তালা প্রতীকে মিজানুর রহমান প্রতিদ্বন্দ্বিতা করছেন। মঙ্গলবার রাত পৌনে ৮টার দিকে ফুটবল প্রতীকের কর্মী-সমর্থক প্রচারণা শেষে বাড়ি ফেরার পথে ওয়ার্ডের নলবুনিয়া এলাকায় পৌঁছালে প্রতিদ্বন্দ্বী তালা প্রতীকের প্রার্থী মিজানুর রহমানের দলবল বাঁধা দেয়। এ সময় মিজানের নির্দেশে তাঁর ভাই মামুন গাজীর নেতৃত্বে ১০ থেকে ১২ জনের একটি দল লাঠিসোঁটা দিয়ে ফুটবল প্রতীকের কর্মী সমর্থকদের ওপর হামলা চালায়।

হামলার অভিযোগ অস্বীকার করে মিজানুর রহমান বলেন, তাঁরা আমার কর্মী সমর্থকদের ওপর কোনো কারণ ছাড়াই হামলা করেছে। আমরা শুধু প্রতিহত করেছি।

সিরাজুল ইসলাম বলেন, প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিজানের জনপ্রিয়তা কম বলে আমার কর্মী-সমর্থকদের ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় আমি থানায় লিখিত অভিযোগ করেছি।

বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন বলেন, ঘটনা জেনেছি। প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

মানবিক করিডর না ভূরাজনৈতিক কৌশল? সীমান্তে যুক্তরাষ্ট্রের তৎপরতায় উদ্বেগ

বাংলাদেশ ও পাকিস্তানে স্টারলিংকের প্রস্তাবিত কার্যক্রমের বিস্তারিত চায় ভারত

নির্দেশনা মানেননি পাইলট, মদিনা–ঢাকা ফ্লাইটকে নামতে হলো সিলেটে

ভারত–বাংলাদেশ বাণিজ্য বিধিনিষেধের মূল্য গুনছেন ব্যবসায়ীরা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত