Ajker Patrika

সড়ক দুর্ঘটনায় নিহত দুজন, আহত ৮

আজকের পত্রিকা ডেস্ক
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১৬: ৫১
সড়ক দুর্ঘটনায় নিহত দুজন, আহত ৮

চট্টগ্রামের রাউজান ও কক্সবাজারের চকরিয়ায় সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। গত বুধবার ও গতকাল বৃহস্পতিবার এ সড়ক দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, গতকাল সকালে কক্সবাজারের চকরিয়ায় শ্যামলী পরিবহনের একটি বাসের সঙ্গে মাইক্রোবাসের সংঘর্ষে নুরুল আলম (৪০) নামের এক শিক্ষক নিহত হন। আহত হয়েছেন আরও সাতজন। চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের হারবাং লালব্রিজ এলাকায় এ দুর্ঘটনা ঘটনা ঘটে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে চিরিঙ্গা হাইওয়ে পুলিশের পরিদর্শক জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনার পর পরই বাসটি চলে গেছে।

এদিকে চট্টগ্রাম-কাপ্তাই সড়কের রাউজানে মিনি ট্রাকের সঙ্গে সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে এক নারী নিহত হয়েছেন। দুই নারীসহ আহত হয়েছেন আরও তিনজন। গত বুধবার রাউজানের পাহাড়তলি বাজারের কালোপুল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনায় নিহত ও আহতেরা রাঙ্গুনিয়ার পদুয়া ইউনিয়নের সুখবিলাস গ্রামের বাসিন্দা। তাঁরা সবাই একই পরিবারের সদস্য।

এ ঘটনার পর মিনি ট্রাকের চালক মো. আলমকে স্থানীয় বাসিন্দারা আটক করে পুলিশকে সোপর্দ করেছে।

প্রত্যক্ষদর্শীরা জানান, একটি মিনি ট্রাক পাহাড়তলি বাজারে দিকে যাচ্ছিল। এ সময় একটি গাড়ি ওভারটেক করা সময় একটি যাত্রীবাহী সিএনজিচালিত অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে এক বৃদ্ধা নিহত হন।

আহত হন এই জালাল আহমদের স্ত্রী জুলেখা আকতার, নজরুল ইসলামের স্ত্রী জিকু আকতার ও আহমদ মিয়ার ছেলে মোহাম্মদ আজগর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত