Ajker Patrika

ঋণখেলাপি হলেও ৩ জনের প্রার্থিতা বহাল

গৌরীপুর প্রতিনিধি
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২১, ১৭: ৫২
ঋণখেলাপি হলেও ৩ জনের প্রার্থিতা বহাল

গৌরীপুরে আগামী ২৬ ডিসেম্বর অনুষ্ঠেয় ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে মাওহা ইউনিয়নে প্রতিদ্বন্দ্বিতাকারী তিন সদস্য প্রার্থী ঋণখেলাপি হওয়া সত্ত্বেও যাচাই-বাছাইয়ে তাঁদের প্রার্থিতা বহাল রাখা হয়েছে।

ব্যাংক সূত্রে জানা গেছে, মাওহা ইউপি নির্বাচনে ৯ নম্বর ওয়ার্ডে সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতাকারী মো. বিল্লাল হোসেনের (তালা প্রতীক) নামে গৌরীপুর জনতা ও কৃষি ব্যাংক শাখায় কৃষি ঋণ রয়েছে ১ লাখ ১০ হাজার টাকার। একই ইউপির সংরক্ষিত মহিলা আসনে সদস্য প্রার্থী পপি আক্তারের নামে জনতা ব্যাংক শাখায় ১ লাখ ১১ হাজার টাকা মাঝারি কৃষি ঋণ রয়েছে।

এ ছাড়া আরেক প্রার্থী আঙ্গুরা আক্তারের নামে ১ লাখ টাকার ঋণ রয়েছে। নির্ধারিত সময়ে ঋণ পরিশোধ করতে না পারায় এই তিন প্রার্থী ঋণ খেলাপি হয়েছেন বলে সূত্র জানায়।

জনতা ব্যাংকের ব্যবস্থাপক ফয়েজ আহমেদ খান রাসেল জানান, মনোনয়ন যাচাই-বাছাই বোর্ডে উপস্থিত হয়ে তাঁদের ঋণ খেলাপির বিষয়ে অবগত করেন তিনি। কিন্তু বিষয়টি আমলে না নিয়ে তাঁদের প্রার্থিতা বৈধ ঘোষণা করেন রিটার্নিং কর্মকর্তা।

কৃষি ব্যাংকের কর্মকর্তা সাঈদ হাসান জানান, বিল্লাল হোসেনের নামে কৃষি ব্যাংকে প্রায় ৪০ হাজার টাকা ঋণ রয়েছে। তিনি ঋণ খেলাপি। মনোনয়ন বোর্ডে উপস্থিত হয়ে সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তাকে বিষয়টি অবগত করা হলে তিনি তা আমলে নেননি।

এ বিষয়ে রিটার্নিং কর্মকর্তা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা কামাল হোসেন বলেন, উল্লেখিত প্রার্থীদের বিরুদ্ধে ঋণ খেলাপির বিষয়ে মৌখিক অথবা লিখিতভাবে কেউ অবগত করেননি। তাই তাঁদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে।

উপজেলা নির্বাচন কর্মকর্তা সজল চন্দ্র সরকার বলেন, প্রার্থীদের তালিকাসহ উপজেলার সব ব্যাংকে চিঠি দেওয়া হয়েছে। কিন্তু ব্যাংক কর্মকর্তারা লিখিতভাবে ঋণ খেলাপির তালিকা দেননি। ওই তিনজন প্রার্থী ক্ষুদ্র ঋণ খেলাপি। এ জন্য তাদের মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছে বলে তিনি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী লিখেছিলেন মাহফুজ আলম, ফেসবুকে পোস্ট দিয়ে ডিলিট করলেন কেন

এবার ‘পাকিস্তানপন্থার’ বিরুদ্ধে ফেসবুকে স্ট্যাটাস দিলেন আসিফ মাহমুদ

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

বাহাত্তরের সংবিধান, জুলাই সনদ, প্রধানমন্ত্রী ও প্রধান বিচারপতির ক্ষমতা নিয়ে আইন উপদেষ্টার গুরুত্বপূর্ণ মন্তব্য

প্রেমের ফাঁদে ফেলে ওষুধ কোম্পানির কর্মকর্তাকে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত