Ajker Patrika

তাসফিয়াকে হত্যার দায় স্বীকার করলেন রিমন

নোয়াখালী প্রতিনিধি
আপডেট : ২৩ এপ্রিল ২০২২, ১৬: ৩১
তাসফিয়াকে হত্যার দায় স্বীকার করলেন রিমন

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার হাজীপুরে শিশু তাসফিয়া আক্তার জান্নাতকে গুলি করে হত্যার দায় স্বীকার করেছেন এ ঘটনায় হওয়া মামলার প্রধান আসামি রিমন। গত বৃহস্পতিবার রাতে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে তিনি এ দায় স্বীকার করেন। সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তৌহিদুল ইসলাম তাঁর জবানবন্দি রেকর্ড করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবির পরিদর্শক মো. সবজেল হোসেন বিষয়টি নিশ্চিত করে বলেন, গত বৃহস্পতিবার সকালে রিমনসহ পাঁচ আসামিকে আদালতে আনা হয়। তাঁদের মধ্যে সোহেল উদ্দিন, সুজন, নাইমুল ইসলাম এবং আকবর হোসেনের সাত দিন করে রিমান্ড চাওয়া হয়। পরে আদালত রিমান্ড আবেদনের শুনানি শেষে দুপুরে প্রত্যেকে পাঁচদিন করে রিমান্ড মঞ্জুর করেন। এ ছাড়া প্রধান আসামি রিমন স্বীকারোক্তি দিতে রাজি হওয়ায় তাঁর জবানবন্দি রেকর্ডের আবেদন করা হয়।

মো. সবজেল হোসেন আরও বলেন, বিকেলে রিমনকে বিচারকের খাসকামরায় ডাকা হয়। সেখানে তাঁর স্বীকারোক্তিমূলক জবানবন্দি রেকর্ড করা হয়। পরে রাত সাড়ে ৮টার দিকে তাঁকে বিচারকের খাসকামরা থেকে বের করা হয় এবং তাঁকে জেলহাজতে পাঠানো হয়। রিমন নিজে তাসফিয়া ও তাঁর বাবাকে গুলি করার বিষয়টি আদালতে স্বীকার করেছেন। তবে কোন অস্ত্র দিয়ে গুলি ছুড়েছেন, সে বিষয়টি রিমন নিশ্চিত করেননি।

প্রসঙ্গত, ১৩ এপ্রিল বিকেল ৪টার দিকে বাড়ির পাশের মালেকার বাপের দোকান এলাকায় সন্ত্রাসীদের ছোড়া গুলিতে গুলিবিদ্ধ হন তাসফিয়া ও তাঁর বাবা। পরে তাঁদের উদ্ধার করে প্রথমে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকা মেডিকেলে স্থানান্তর করলে পথেই রাতে মারা যায় তাসফিয়া। এ ঘটনার পর দিন তার খালু হুমায়ুন কবির বাদী হয়ে অস্ত্রধারী রিমন, বাদশাসহ ১৭ জনের নাম উল্লেখ করে ও অজ্ঞাত আরও ১০-১২ জনকে আসামি করে বেগমগঞ্জ থানায় মামলা করেন। মামলায় এ পর্যন্ত ৯ জনকে গ্রেপ্তার করেছে আইনশৃঙ্খলা বাহিনী।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

পাবনায় প্রবাসীর স্ত্রীকে নিয়ে এএসআই উধাও, থানায় শ্বশুরের জিডি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত