সবুর শুভ, চট্টগ্রাম
ভারতের কেন্দ্রীয় সরকারের পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরে বাংলাদেশে ভোগ্যপণ্যের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের পেঁয়াজের দাম মানভেদে কেজিতে ১৫-২০ টাকা কমেছে। তবে কোনো কারণে ভারত পেঁয়াজ দিতে দেরি করলে রমজানের বাজারে পেঁয়াজের দামের লাগাম টেনে ধরা কঠিন হয়ে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
এ বিষয়ে খাতুনগঞ্জের হামিদুল্লাহ মিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস জানান, এখন বাজারে থাকা পেঁয়াজগুলো বেশি দামে কেনা হয়েছিল। ভারত থেকে আমদানি শুরু হবে-এমন সম্ভাবনায় সবাই দ্রুত মালামাল বিক্রি করতে চেয়েছিলেন। কারণ মজুত থাকলে লোকসান হতে পারে। এ জন্য দাম কিছুটা কমে।
খাতুনগঞ্জ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিন দিন আগে খাতুনগঞ্জে ভারতীয় পেঁয়াজের দাম ছিল পাইকারিতে ১১০-১১৫ টাকা। দেশি পেঁয়াজ ছিল ১০০-১০৫ টাকা। এর মধ্যে মেহেরপুরের পেঁয়াজ ৭০-৭৫ টাকায় বিক্রি হয়। গত রোববার (১৮ ফেব্রুয়ারি) ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর নেতৃত্বে মন্ত্রীদের এক বৈঠকে নিষেধাজ্ঞা তোলার বিষয়ে সিদ্ধান্তের খবর আসার পর পেঁয়াজের বাজারে প্রভাব পড়তে শুরু হয়। এ অবস্থায় গতকাল মঙ্গলবার রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতীয় পেঁয়াজের দাম কমে হয় ৯৫-১০০ টাকা। দেশীয় পেঁয়াজ বিক্রি হয় ৮৫-৯৫ এবং মেহেরপুরের পেঁয়াজ বিক্রি হয় ৬৫-৭০ টাকায়।
এ বিষয়ে খাতুনগঞ্জের মোহাম্মদীয়া বাণিজ্যালয়ের মালিক হাজি মো. মিন্টু সওদাগর জানান, ভারতে পেঁয়াজ রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর আসার পর পেঁয়াজের দাম পড়ে যায়। তবে কোনো কারণে পেঁয়াজ আসতে দেরি করলে কিংবা পাওয়া না গেলে রমজানে দাম অস্বাভাবিক বাড়তে পারে।
ভারতের বৈদেশিক বাণিজ্যবিষয়ক মহাপরিচালকের কার্যালয় গত ৭ ডিসেম্বর থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে এর আগে গত আগস্টে দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে পেঁয়াজ রপ্তানিতে ভারত সরকার ৪০ শতাংশ শুল্কারোপ করেছিল।
ভারতের কেন্দ্রীয় সরকারের পেঁয়াজ রপ্তানির নিষেধাজ্ঞা তুলে নেওয়ার খবরে বাংলাদেশে ভোগ্যপণ্যের অন্যতম পাইকারি বাজার চট্টগ্রামের খাতুনগঞ্জের পেঁয়াজের দাম মানভেদে কেজিতে ১৫-২০ টাকা কমেছে। তবে কোনো কারণে ভারত পেঁয়াজ দিতে দেরি করলে রমজানের বাজারে পেঁয়াজের দামের লাগাম টেনে ধরা কঠিন হয়ে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট ব্যবসায়ীরা।
এ বিষয়ে খাতুনগঞ্জের হামিদুল্লাহ মিয়া বাজার ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক মোহাম্মদ ইদ্রিস জানান, এখন বাজারে থাকা পেঁয়াজগুলো বেশি দামে কেনা হয়েছিল। ভারত থেকে আমদানি শুরু হবে-এমন সম্ভাবনায় সবাই দ্রুত মালামাল বিক্রি করতে চেয়েছিলেন। কারণ মজুত থাকলে লোকসান হতে পারে। এ জন্য দাম কিছুটা কমে।
খাতুনগঞ্জ থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী, তিন দিন আগে খাতুনগঞ্জে ভারতীয় পেঁয়াজের দাম ছিল পাইকারিতে ১১০-১১৫ টাকা। দেশি পেঁয়াজ ছিল ১০০-১০৫ টাকা। এর মধ্যে মেহেরপুরের পেঁয়াজ ৭০-৭৫ টাকায় বিক্রি হয়। গত রোববার (১৮ ফেব্রুয়ারি) ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এর নেতৃত্বে মন্ত্রীদের এক বৈঠকে নিষেধাজ্ঞা তোলার বিষয়ে সিদ্ধান্তের খবর আসার পর পেঁয়াজের বাজারে প্রভাব পড়তে শুরু হয়। এ অবস্থায় গতকাল মঙ্গলবার রাত ৮টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ভারতীয় পেঁয়াজের দাম কমে হয় ৯৫-১০০ টাকা। দেশীয় পেঁয়াজ বিক্রি হয় ৮৫-৯৫ এবং মেহেরপুরের পেঁয়াজ বিক্রি হয় ৬৫-৭০ টাকায়।
এ বিষয়ে খাতুনগঞ্জের মোহাম্মদীয়া বাণিজ্যালয়ের মালিক হাজি মো. মিন্টু সওদাগর জানান, ভারতে পেঁয়াজ রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের খবর আসার পর পেঁয়াজের দাম পড়ে যায়। তবে কোনো কারণে পেঁয়াজ আসতে দেরি করলে কিংবা পাওয়া না গেলে রমজানে দাম অস্বাভাবিক বাড়তে পারে।
ভারতের বৈদেশিক বাণিজ্যবিষয়ক মহাপরিচালকের কার্যালয় গত ৭ ডিসেম্বর থেকে চলতি বছরের ৩১ মার্চ পর্যন্ত পেঁয়াজ রপ্তানির ওপর নিষেধাজ্ঞা আরোপ করে। তবে এর আগে গত আগস্টে দেশের বাজারে সরবরাহ স্বাভাবিক রাখতে পেঁয়াজ রপ্তানিতে ভারত সরকার ৪০ শতাংশ শুল্কারোপ করেছিল।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫