Ajker Patrika

চাষে গুনতে হবে বাড়তি অর্থ

সনি আজাদ, চারঘাট 
আপডেট : ০৯ নভেম্বর ২০২১, ১৭: ২২
চাষে গুনতে হবে বাড়তি অর্থ

চারঘাট উপজেলার ভাটপাড়া গ্রামের কৃষক শফিকুল ইসলাম যন্ত্রচালিত মেশিনে চাষ দিয়ে জমি তৈরি করছেন। জমিতে গম বীজ বপন করবেন। আর কিছুদিন পরই এই জমিতে দিতে হবে সেচ। কিন্তু হঠাৎ ডিজেলের দাম বাড়ায় দুশ্চিন্তায় পড়ে গেছেন তিনি। জমি চাষ ও সেচ থেকে শুরু করে পরিবহন পর্যন্ত সবকিছুতেই গুনতে হবে বাড়তি টাকা।

শুধু শফিকুল ইসলাম নন, ডিজেলের দাম বাড়ায় উদ্বেগ বেড়েছে খরাপ্রবণ চারঘাটের কৃষকদের মধ্যে। রবি মৌসুমের শুরুতে হঠাৎ করেই চাষাবাদের খরচ বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন এ অঞ্চলের চাষিরা। জ্বালানি তেলের আকস্মিক দাম বাড়ায় ক্ষোভ জানিয়েছেন তাঁরা।

যান্ত্রিক কৃষিব্যবস্থায় উৎপাদন খরচ অনেকটাই নির্ভর করে ডিজেলের ওপর। মৌসুমের আগেই ফসল উৎপাদনের জন্য আলাদা করে খরচ রেখে দেন অনেক কৃষক। তবে চলতি মৌসুমে হঠাৎ করেই জ্বালানি তেলের দাম বৃদ্ধি এবং এর ফলে উৎপাদন খরচ বৃদ্ধি পাওয়ায় শুরুতেই দেখা দিয়েছে মূলধনের অভাব। এতে অসহায় হয়ে পড়েছেন অনেক কৃষক।

শীতের আগমনে উপজেলার ফসলি মাঠে এখন ব্যস্ত কৃষক। এই মৌসুমে মাঠ থেকে ফসল ঘরে তোলা হয়। আবার নতুন আবাদের জন্য খেত প্রস্তুতও করা হয়। কৃষকেরা এখন গম, পেঁয়াজ, আলু, ভুট্টা, রসুন, ছোলাসহ শীতকালীন সবজির পাশাপাশি অন্য শস্য আবাদ করছেন।

স্থানীয় কৃষকদের সঙ্গে কথা বলে জানা যায়, সাধারণত এক বিঘা জমিতে পেঁয়াজ চাষে খরচ হয় ১৮-২২ হাজার টাকা। কিন্তু তেলের দাম বাড়ায় সেই খরচে যোগ হলো বিঘাপ্রতি আরও ৬-৮ হাজার টাকা।

শলুয়া ইউনিয়নের পেঁয়াজচাষি কামাল হোসেন জানান, তেলের দাম বাড়ায় এরই মধ্যে বেড়েছে হাল, সেচ ও পরিবহন খরচ। এতে উৎপাদন ব্যয়ও বেড়েছে। ফসলে ভালো দাম না পেলে কৃষিকাজ থেকে সরে আসতে হতে পারে।

গতকাল সোমবার উপজেলার নিমপাড়ার একটি মাঠে পাওয়ার টিলার দিয়ে জমি চাষ করছিলেন মোস্তাক হোসেন। তিনি বলেন, শনিবার ১৫ টাকা বেশি দরে বাজার থেকে ডিজেল কিনেছেন তিনি।

মাইনুল ইসলাম নামের এক সেচশ্রমিক বলেন, তিনি ঘণ্টা চুক্তিতে সেচকাজ করেন। এক বিঘা জমিতে সেচ দিতে দুই থেকে আড়াই লিটার তেল লাগে। তেলের দাম বাড়ায় এখন বেশি টাকার তেল কিনতে হচ্ছে। এখন তাহলে তাঁর পারিশ্রমিকও বেশি হওয়া উচিত। নয়তো লোকসান হবে তাঁর।

উপজেলা কৃষক সমিতি চারঘাট উপজেলা শাখার সভাপতি হায়দার আলী বলেন, দেশের মোট চাহিদার প্রায় ৪০ শতাংশ ডিজেল ব্যবহার হয় পরিবহন ও কৃষিতে। বাকি ৬০ শতাংশ অন্যান্য খাতে ব্যবহৃত হয়। এই উপজেলায় মোট জমির ৭০ শতাংশে ডিজেল দিয়ে সেচ ও চাষ করা হয়। তেলের দাম লিটারপ্রতি ১৫ টাকা বাড়ায় ফসল উৎপাদন ব্যয় বাড়বে ৩০ শতাংশ। তাই নিরবচ্ছিন্ন ফসল উৎপাদন ও কৃষকের স্বার্থে দাম বাড়ানোর সিদ্ধান্ত প্রত্যাহারের দাবি কৃষকদের।

চারঘাট উপজেলা কৃষি কর্মকর্তা সাইফুল্লাহ আহম্মদ বলেন, ‘ডিজেলের দাম বাড়ায় সব থেকে বেশি প্রভাব পড়বে কৃষিতে। আমাদের অধিকাংশ কৃষকই ডিজেলচালিত যন্ত্রে চাষ ও সেচকাজ করে থাকেন। আমরা ঊর্ধ্বতন কর্মকর্তাদের বিষয়টা জানিয়েছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশ শুল্কমুক্ত আমদানির ঘোষণা দিতেই ভারতে হু হু করে বাড়ছে চালের দাম

‘আমরা মরে গেলাম ঋণের দায়ে আর খাওয়ার অভাবে’, চিরকুটে লেখা

জ্যেষ্ঠ সেনা কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ তদন্তে উচ্চপদস্থ বোর্ড গঠন: আইএসপিআর

ফেসবুকে ছাত্রলীগ নেতার ‘হুমকি’, রাবিতে ১৫ আগস্টের কনসার্টে যাচ্ছে না আর্টসেল

যুক্তরাষ্ট্রে পা রাখামাত্র পুতিনকে গ্রেপ্তারের আহ্বান

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত