Ajker Patrika

খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণ-অনশন

আপডেট : ২১ নভেম্বর ২০২১, ১৭: ০৯
খালেদা জিয়ার মুক্তির দাবিতে গণ-অনশন

খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে চিকিৎসার সুযোগের দাবিতে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে গতকাল শনিবার সকালে পাবনা, নাটোর ও নওগাঁয় গণ-অনশন কর্মসূচি পালন করা হয়েছে।

প্রতিনিধিদের পাঠান খবর:

পাবনা: জেলা শহরের আব্দুল হামিদ রোড সড়কে প্রেসক্লাবের সামনে সকাল ১০টায় এ কর্মসূচি পালন করেন জেলা বিএনপি ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা। এ সময় বক্তব্য রাখেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আব্দুল্লাহ আল মাহমুদ মান্নান, যুগ্ম আহ্বায়ক আব্দুস সামাদসহ অনেকে।

বক্তারা বলেন, সরকার খালেদা জিয়াকে সাময়িক মুক্তি দিলেও অনুমতি না থাকায় উন্নত চিকিৎসার জন্য তিনি বিদেশে যেতে পারছেন না। অনতিবিলম্বে তাঁকে বিদেশে যাওয়ার অনুমতি না দিলে কঠোর আন্দোলনের হুমকি দেন নেতা-কর্মীরা।

নাটোর: বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে নাটোরে গণ-অনশন কর্মসূচি পালন করেছে বিএনপি। গতকাল শনিবার সকালে শহরের আলাইপুরে দলের অস্থায়ী কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এ কর্মসূচি পালন করে জেলা বিএনপি।

এ সময় বক্তব্য দেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাজী গোলাম মোর্শেদ, জেলা বিএনপির সদস্যসচিব রহিম নেওয়াজ, পৌর বিএনপির সদস্যসচিব বাবুল চৌধুরীসহ অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

নওগাঁ: কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবিতে গণ-অনশন কর্মসূচি পালন করেছে নওগাঁ জেলা বিএনপি। গতকাল শনিবার সকাল থেকে শহরের নওজোয়ান মাঠের সামনে ফুটপাত ও সড়কের পাশে বসে এ কর্মসূচি পালন করেন নেতা-কর্মীরা।

গণ-অনশন কর্মসূচিতে সভাপতিত্ব করেন জেলা বিএনপির আহ্বায়ক মাস্টার হাফিজুর রহমান। তিনি বলেন, খালেদা জিয়া জীবন-মৃত্যুর সঙ্গে লড়ছেন। তিনি বাংলাদেশের মানুষের সবচেয়ে প্রিয় নেত্রী। এটা অমানবিক যে তাঁকে বিদেশে চিকিৎসা নেওয়ার সুযোগ দেওয়া হবে না। তিনি অবিলম্বে খালেদা জিয়ার মুক্তি ও বিদেশে সুচিকিৎসার দাবি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পাইপলাইনে জ্বালানি পরিবহন: ৩৪ হাজার লিটার ঘাটতি যমুনার প্রথম পার্সেলে

১টা বাজলেই আর স্কুলে থাকে না শিক্ষার্থীরা, ফটকে তালা দিয়েও ঠেকানো গেল না

চিকিৎসক হওয়ার আগেই শীর্ষ সবার শীর্ষে

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ বহাল থাকবে দুর্গাপূজা পর্যন্ত

ভিকারুননিসায় হিজাব বিতর্ক: বরখাস্ত শিক্ষককে পুনর্বহালের দাবিতে শিক্ষার্থীদের বিক্ষোভ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত