Ajker Patrika

অভিনয়ে আরজু ও শিলা

অভিনয়ে আরজু  ও শিলা

প্রায় প্রতি ঈদেই নিজের গাওয়া নতুন গান নিয়ে টিভি পর্দায় হাজির হন মাহফুজুর রহমান। যদিও সেই অনুষ্ঠানের তীরে আছড়ে পড়ে আলোচনা-সমালোচনার ঢেউ, তবু টিআরপি জরিপে অনুষ্ঠানটি থাকে দর্শকপ্রিয়তার শীর্ষ তালিকায়। এবার মাহফুজুর রহমানের পরিকল্পনায় নির্মাণ হচ্ছে পূর্ণদৈর্ঘ্য সিনেমা। নাম ‘ভালোবাসি তোমায়’। আনোয়ার শিকদারের পরিচালনায় এতে জুটি বেঁধে অভিনয় করবেন কায়েস আরজু ও শিরিন শিলা।

চিত্রনায়ক কায়েস আরজু বলেন, ‘এটি একটি নিটোল প্রেমের গল্পের সিনেমা। গল্পটি সুন্দর। সিনেমায় আমার চরিত্রটিও বেশ ডায়নামিক। গল্প শুনেই সিনেমার প্রেমে পড়ে গেছি। অনেক দিন পর মনের মতো গল্প ও চরিত্র পেলাম। আশা করছি, সব শ্রেণির দর্শকের ভালো লাগবে সিনেমাটি।

শিরিন শিলা বলেন, ‘আমি এখন বেছে বেছে কাজ করছি। এই সিনেমার গল্প দারুণ! তাই সিনেমার সঙ্গে যুক্ত হওয়া। দর্শকেরা প্রথমবার পর্দায় কায়েস আরজুর সঙ্গে আমার রসায়ন দেখবে। আমার বিশ্বাস, সবাই মিলে একটি ভালো সিনেমা উপহার দিতে পারব।’
‘ভালোবাসি তোমায়’ সিনেমার কাহিনি লিখেছেন আবুল হোসেন মজুমদার। পরিচালনার পাশাপাশি সংলাপ ও চিত্রনাট্য রচনা,গানের সুর ও সংগীত পরিচালনা করবেন নির্মাতা আনোয়ার শিকদার।

কায়েস আরজু ও শিরিন শিলা ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করবেন অন্তর, ইরা শিকদার, শাহনূর, সুব্রত, শহীদুল আলম সাচ্চু, বড়দা মিঠু, রেবেকা, জ্যাকি আলমগীর, ববি, আনোয়ার সিরাজী প্রমুখ।

প্রযোজনা সংস্থা মজুমদার ফিল্মস সূত্রে জানা গেছে, চলতি মাসের শেষের দিকে সিনেমার শুটিং শুরু হবে। শুটিং হবে গাজীপুর, বান্দরবান ও কক্সবাজারে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত