Ajker Patrika

গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ১

আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১২: ২৬
গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় গ্রেপ্তার ১

পটুয়াখালীর বাউফলে নিখোঁজের ১৫ দিন পর গৃহবধূর লাশ উদ্ধারের ঘটনায় মো. আউয়াল (৫২) ও ছেলে মো. রাশেদ (২০) নামে দুজনকে আটক করেছে পুলিশ। গত বুধবার সন্ধ্যায় নিমদী লঞ্চঘাটে নোঙর করা ঢাকাগামী বন্ধন-৫ লঞ্চ থেকে তাঁদের আটক করা হয়।

মামলাটির তদন্তের দায়িত্বে থাকা বাউফল থানার পরিদর্শক (তদন্ত) মো. মিজানুর রহমান বলেন,‘জিজ্ঞাসাবাদের পর আউয়ালকে ছেড়ে দেওয়া হয়েছে। রাশেদকে হত্যা মামলায় গ্রেপ্তার দেখিয়ে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে গতকাল বৃহস্পতিবার আদালতে পাঠানো হয়েছে।’

নিখোঁজের ১৫ দিন পর গত ১২ নভেম্বর গৃহবধূ মোসা. ফেরদৌস বেগমের (৩৫) লাশ উদ্ধার করে পুলিশ। পর দিন ফেরদৌসের ছোট ভাই মো. মহিউদ্দিন অজ্ঞাতনামা আসামি করে থানায় হত্যা মামলা করেন। এ ঘটনায় গত বুধবার মো. আউয়াল (৫২) ও তাঁর ছেলে মো. রাশেদকে (২০) পুলিশ আটক করেছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত