Ajker Patrika

যানজট নিরসনে সড়কে টুঙ্গিপাড়ার মেয়র

টুঙ্গিপাড়া (গোপালগঞ্জ) প্রতিনিধি
আপডেট : ০২ জানুয়ারি ২০২২, ১২: ৪৭
যানজট নিরসনে সড়কে টুঙ্গিপাড়ার মেয়র

গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার গওহরডাঙা মাদ্রাসার জুম্মার নামাজ শেষে পাটগাতী-গোপালগঞ্জ সড়কে প্রায় চার ঘণ্টা ধরে যানজটের সৃষ্টি হয়। দুজন ট্রাফিক পুলিশ দায়িত্বে থাকলেও তীব্র যানজটের কারণে তাঁদের হিমশিম খেতে হয়। ঠিক তখনই ট্রাফিক পুলিশের ভূমিকা পালন করতে দেখা যায় টুঙ্গিপাড়া পৌরসভার মেয়র শেখ তোজাম্মেল হক টুটুলকে।

গত শুক্রবার বিকেলে পৌর এলাকার পাটগাতী বাসস্ট্যান্ড সড়কে ট্রাফিক পুলিশের ভূমিকায় তাঁকে দেখা যায়।

জানা যায়, তিন দিন ধরে গওহরডাঙা মাদ্রাসার বার্ষিক ওয়াজ মাহফিল হয়। মাহফিলের তৃতীয় দিন মাদ্রাসার জুম্মার নামাজে দেশের বিভিন্ন স্থান থেকে আগত লক্ষাধিক ধর্মপ্রাণ মুসলমানেরা অংশগ্রহণ করেন। নামাজ শেষে পাটগাতী বাসস্ট্যান্ডে প্রায় চার ঘণ্টা ধরে যানজটের সৃষ্টি হয়।

পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল বলেন, মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে নিজেই ট্রাফিক পুলিশের দায়িত্ব পালন করেন তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সমাবেশে দলীয় স্লোগান ও জাতীয় সংগীত পরিবেশনে বাধা দেওয়া প্রসঙ্গে এনসিপির বিবৃতি

চাকরিতে কোটা: সমতলের ক্ষুদ্র নৃগোষ্ঠীর জন্য আসছে সমান সুযোগ

কঠোর হচ্ছে যুক্তরাজ্যের অভিবাসন নীতি, স্থায়ী বসবাসের আবেদনে অপেক্ষা ১০ বছর

যুদ্ধবিরতি ঘোষণার কারণে এক্সে তোপের মুখে ভারতের পররাষ্ট্রসচিব ও তাঁর মেয়ে

রাজপথের চাপে কোনো বিচার করা সম্ভব নয়: চিফ প্রসিকিউটর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত