Ajker Patrika

বলিউডের আলোচিত যত ঘটনা

আপডেট : ২৮ ডিসেম্বর ২০২১, ১৫: ১৭
বলিউডের আলোচিত যত ঘটনা

দিন যায় দিন আসে, বছর ঘুরে আবারও এক নতুন বছর উঁকি দেয় কালের নিয়মে। ঘটনারা ভিড় করে বছরজুড়ে। বলিউডে এই এক বছরে কত-কী না ঘটল। সবকিছু ছাপিয়ে সারা বছর আলোচনায় ছিল শাহরুখ খানপুত্র আরিয়ানের গ্রেপ্তার। তা ছাড়া কারও ঘর ভাঙল, কেউ করলেন বিয়ে। এমন কত ঘটনাই-না ঘটেছে। 

মামলা ও গ্রেপ্তার
ভারতের নারকোটিকস কন্ট্রোল ব্যুরো (এনসিবি) মাদককাণ্ডে শাহরুখ খানের ছেলে আরিয়ান খানকে গ্রেপ্তার করে ২ অক্টোবর। মাদককাণ্ড মামলায় প্রায় এক মাস জেলে ছিলেন এই তারকাপুত্র। প্রায় দুই মাস পুরো বলিউডের ফোকাস ছিল এই ইস্যুতে। কাজ বন্ধ করে বিরতিতে ছিলেন শাহরুখ ও গৌরী। বারবার জামিন পেছানোয় নানা গুঞ্জনের জন্ম নেয়। এই ঘটনার থানায় ডেকে জেরা করা হয় অনন্যা পাণ্ডেকে। অবশেষে জামিনে ছাড়া পেয়ে ধীরে ধীরে স্বাভাবিক জীবনে ফিরছেন আরিয়ান। শুটিংয়ে ফিরেছেন শাহরুখ। এমন বড় ঝড় আগে আসেনি বলিউড বাদশাহর জীবনে। সব মিলে এ বছর বলিউডের সবচেয়ে আলোচিত ঘটনা এটি।

১৯ জুলাই রাত সাড়ে ৯টায় পর্নোগ্রাফির দায়ে শিল্পা শেঠির স্বামী রাজ কুন্দ্রাকে গ্রেপ্তার করা হয় মুম্বাই থেকে। ৬০ দিন জেলে থাকতে হয়েছে তাঁকে।

চলতি মাসেই ঐশ্বরিয়া রায় বচ্চনকে পানামা পেপারস মামলায় থানায় ডেকে পাঁচ ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। কর ফাঁকির অভিযোগ উঠেছে সোনু সুদ, তাপসী পান্নু, অনুরাগ কাশ্যপদের বিরুদ্ধে। 

আলোচনার নাম কঙ্গনা
সামাজিক, রাজনৈতিক ইস্যুতে মন্তব্য করে শিরোনামে আসতে সিদ্ধহস্ত কঙ্গনা রনৌত। সীমান্তে কৃষক বিক্ষোভ কিংবা ভারতের স্বাধীনতা নিয়ে মন্তব্য, সবকিছু দিয়ে তিনি ছিলেন আলোচিত। 

বিয়ে
বছরের সবচেয়ে বড় ইভেন্ট ছিল ভিকি কৌশল ও ক্যাটরিনা কাইফের বিয়ে। ৯ ডিসেম্বর রাজস্থানের সিক্স সেন্সেস ফোর্টে বিয়ে হয় তাঁদের। কঠোর গোপনীয়তা বজায় রাখা হয়েছিল শুরু থেকেই। দুই পরিবারের নিকটাত্মীয়, কাছের কিছু বন্ধুর উপস্থিতিতে বিয়ে করেন ভিকি-ক্যাটরিনা।

টিভি অভিনেত্রী অঙ্কিতা লোখান্ডে ১৪ ডিসেম্বর ভিকি জৈনের সঙ্গে বিবাহবন্ধনে আবদ্ধ হন। এ ছাড়া আনুশকা রঞ্জন ও আদিত্য সিল, রাজকুমার-পত্রলেখা, রিয়া কাপুর-করণ বুলানি, বরুণ ধাওয়ান-নাতাশা দালাল, ইয়ামি গৌতম-আদিত্য ধর, শ্রদ্ধা আর্য-রাহুল নাগাল বিয়ের পিঁড়িতে বসেন। 

বিবাহবিচ্ছেদ
আমির খান ও কিরণ রাও ১৫ বছরের দাম্পত্য জীবনের ইতি টানেন ৩ জুলাই। এ ছাড়া ২০২১ সালে দক্ষিণ ভারতীয় তারকা নাগা চৈতন্য ও সামান্থা রুথ প্রভুর বিবাহবিচ্ছেদ হয়। জনপ্রিয় সংগীতশিল্পী হানি সিং ও তাঁর স্ত্রী শালিনীর বিবাহবিচ্ছেদ হয় আগস্ট মাসে। বিচ্ছেদের এই তালিকায় আছেন টিভি তারকা করণ মেহরা ও নিশা রাওয়াল, অভিনেতা সাহিল সেহগাল ও কীর্তি কুলহরি।

সালতামামির অন্যান্য আয়োজন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত