সম্পাদকীয়
এক কথায় যদি বলি তবে বলতে হয়, এই লোভই সবকিছু খেয়ে নিল। ভেবে দেখুন, অ্যাপটির কী সহজ নাম—‘ই-মুভি প্ল্যান’। এই অ্যাপে টাকা দিয়ে ডলার করে সিনেমার টিকিট কিনলেই লাভের পর লাভ। আপনি কিনবেন সিনেমার টিকিট আর কর্তৃপক্ষ আপনাকেই দিয়ে যাবে কাঁড়ি কাঁড়ি টাকা! মুফতে এই লাভ কেন দেবে তারা, সেই প্রশ্ন আপনার মনে একবারের জন্যও জেগে উঠবে না। আপনি শুধু বিনিয়োগ করবেন আর আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফুলে-ফেঁপে উঠবে!
এই অসম্ভব কথা বিশ্বাস করতে হলে যে ‘গুণ’টি আপনার দরকার, তা হলো মূর্খতা। আর সেই মূর্খতাকে ধ্রুপদি সংগীত বানিয়ে তুলতে হলে তার সঙ্গে যুক্ত করতে হবে লোভ। মূর্খতা আর লোভ মিলেমিশে আপনাকে বাস্তবতা ভুলতে সাহায্য করবে। এবং একসময় আপনি ভার্চুয়াল দুনিয়ায় হাজার হাজার ডলারের মালিক হয়ে ভাবতে বসবেন, এবার তাহলে সম্পত্তি কেনার দিকে নজর দেওয়া হোক। তারপর আপনার কল্পনার ফানুসটা যখন চুপসে যাবে, যখন বুঝতে পারবেন আপনার বিনিয়োগকৃত টাকা এরই মধ্যে গায়েব হয়ে গেছে, তখন মাথায় হাত দেওয়া ছাড়া আর কিছুই করার থাকবে না।
মূলত এই অঘটন ঘটিয়েছে চীনারা। চীনাদের মাথায় যে কত বুদ্ধি, তার প্রমাণ পাওয়া গেছে রিমন রহমান আর অর্চি হকের করা এবিষয়ক একটি রিপোর্টে।
প্রতারণাটাকে একটি ভালো ব্যবসা হিসেবে দেখানোর জন্য ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে এজেন্টদের নিয়ে সম্মেলনও করে তারা। আর তা এই ব্যবসার রাবার স্ট্যাম্প হিসেবে ব্যবহৃত হয়। অ্যাপটি নামিয়ে ইউজার হতে পারলেই কেল্লা ফতে! টাকার পর টাকা! অথচ কারও মনে প্রশ্ন জাগল না, সিনেমার টিকিট কিনলে কেন টাকা পাওয়া যাবে।
মানুষের কাছে শুধু মনুষ্যত্বই আশা করব এবং সেটা পেয়ে বর্তে যাব—এ রকম ভাবলে তা বর্তমান জমানায় বাড়াবাড়ি। আমরা এখন যে পৃথিবীতে বাস করছি, তাতে মানবতার চেয়ে পেশিশক্তি আর প্রতারণার দিকেই ঝোঁক বেশি। তার পরও মানুষ একটি মানবিক পৃথিবীর প্রত্যাশা করে। তারা ভাবে, সততা, মেধা আর পরিশ্রমই সদর্থক অর্থে পাল্টে দেবে পৃথিবী। কিন্তু পাল্টে যাওয়া এবং ক্রমেই জটিল হতে থাকা পৃথিবীতে অনেক কিছুই যেমন সহজ হয়ে গেছে, তেমনি সেই সহজ পথেই ঢুকে পড়ছে প্রতারণা। এবার ই-মুভি প্ল্যানের মাধ্যমে আন্তর্জাতিক প্রতারণার শিকার হলো গরিব বাংলাদেশের মানুষ। এই তো কিছুকাল আগেই এমএলএম নামে প্রতারণার ফাঁদ পেতেছিল কয়েকটি প্রতিষ্ঠান। শিক্ষিত-অর্ধশিক্ষিত-অশিক্ষিত মানুষ ঝাঁপিয়ে পড়েছিল তাদের পাতা ফাঁদে। শেষরক্ষা হয়নি তাদের। এই সিনেমার টিকিট কিনে রাখার মতলবি ব্যবসারও একই পরিণতি হলো।
অপরাধীদের শাস্তি হবে কি না, টাকা ফেরত পাওয়া যাবে কি না, সেই সব প্রশ্নের উত্তর বোধ হয় আমরা জানি। শুধু সাধারণ মানুষের উদ্দেশে বলব, লোভ করবেন না। লোভ করলে পরিণতি এরকমই হবে।
এক কথায় যদি বলি তবে বলতে হয়, এই লোভই সবকিছু খেয়ে নিল। ভেবে দেখুন, অ্যাপটির কী সহজ নাম—‘ই-মুভি প্ল্যান’। এই অ্যাপে টাকা দিয়ে ডলার করে সিনেমার টিকিট কিনলেই লাভের পর লাভ। আপনি কিনবেন সিনেমার টিকিট আর কর্তৃপক্ষ আপনাকেই দিয়ে যাবে কাঁড়ি কাঁড়ি টাকা! মুফতে এই লাভ কেন দেবে তারা, সেই প্রশ্ন আপনার মনে একবারের জন্যও জেগে উঠবে না। আপনি শুধু বিনিয়োগ করবেন আর আপনার ব্যাংক অ্যাকাউন্ট ফুলে-ফেঁপে উঠবে!
এই অসম্ভব কথা বিশ্বাস করতে হলে যে ‘গুণ’টি আপনার দরকার, তা হলো মূর্খতা। আর সেই মূর্খতাকে ধ্রুপদি সংগীত বানিয়ে তুলতে হলে তার সঙ্গে যুক্ত করতে হবে লোভ। মূর্খতা আর লোভ মিলেমিশে আপনাকে বাস্তবতা ভুলতে সাহায্য করবে। এবং একসময় আপনি ভার্চুয়াল দুনিয়ায় হাজার হাজার ডলারের মালিক হয়ে ভাবতে বসবেন, এবার তাহলে সম্পত্তি কেনার দিকে নজর দেওয়া হোক। তারপর আপনার কল্পনার ফানুসটা যখন চুপসে যাবে, যখন বুঝতে পারবেন আপনার বিনিয়োগকৃত টাকা এরই মধ্যে গায়েব হয়ে গেছে, তখন মাথায় হাত দেওয়া ছাড়া আর কিছুই করার থাকবে না।
মূলত এই অঘটন ঘটিয়েছে চীনারা। চীনাদের মাথায় যে কত বুদ্ধি, তার প্রমাণ পাওয়া গেছে রিমন রহমান আর অর্চি হকের করা এবিষয়ক একটি রিপোর্টে।
প্রতারণাটাকে একটি ভালো ব্যবসা হিসেবে দেখানোর জন্য ঢাকা রিজেন্সি হোটেল অ্যান্ড রিসোর্টে এজেন্টদের নিয়ে সম্মেলনও করে তারা। আর তা এই ব্যবসার রাবার স্ট্যাম্প হিসেবে ব্যবহৃত হয়। অ্যাপটি নামিয়ে ইউজার হতে পারলেই কেল্লা ফতে! টাকার পর টাকা! অথচ কারও মনে প্রশ্ন জাগল না, সিনেমার টিকিট কিনলে কেন টাকা পাওয়া যাবে।
মানুষের কাছে শুধু মনুষ্যত্বই আশা করব এবং সেটা পেয়ে বর্তে যাব—এ রকম ভাবলে তা বর্তমান জমানায় বাড়াবাড়ি। আমরা এখন যে পৃথিবীতে বাস করছি, তাতে মানবতার চেয়ে পেশিশক্তি আর প্রতারণার দিকেই ঝোঁক বেশি। তার পরও মানুষ একটি মানবিক পৃথিবীর প্রত্যাশা করে। তারা ভাবে, সততা, মেধা আর পরিশ্রমই সদর্থক অর্থে পাল্টে দেবে পৃথিবী। কিন্তু পাল্টে যাওয়া এবং ক্রমেই জটিল হতে থাকা পৃথিবীতে অনেক কিছুই যেমন সহজ হয়ে গেছে, তেমনি সেই সহজ পথেই ঢুকে পড়ছে প্রতারণা। এবার ই-মুভি প্ল্যানের মাধ্যমে আন্তর্জাতিক প্রতারণার শিকার হলো গরিব বাংলাদেশের মানুষ। এই তো কিছুকাল আগেই এমএলএম নামে প্রতারণার ফাঁদ পেতেছিল কয়েকটি প্রতিষ্ঠান। শিক্ষিত-অর্ধশিক্ষিত-অশিক্ষিত মানুষ ঝাঁপিয়ে পড়েছিল তাদের পাতা ফাঁদে। শেষরক্ষা হয়নি তাদের। এই সিনেমার টিকিট কিনে রাখার মতলবি ব্যবসারও একই পরিণতি হলো।
অপরাধীদের শাস্তি হবে কি না, টাকা ফেরত পাওয়া যাবে কি না, সেই সব প্রশ্নের উত্তর বোধ হয় আমরা জানি। শুধু সাধারণ মানুষের উদ্দেশে বলব, লোভ করবেন না। লোভ করলে পরিণতি এরকমই হবে।
‘দুই দিন আগেই বাড়ি থেকে পাথরঘাটায় চলে এসেছি। এখন পুরোনো জাল সেলাই করছি। এক সপ্তাহের বাজারও করে এনেছি। আজ বিকেলে সাগর মোহনায় যাব, গভীর রাত থেকে জাল ফেলব।’ কথাগুলো বলছিলেন বরগুনা সদরের বাইনচটকী এলাকার জেলে হোসেন আলী। গতকাল বুধবার সকালে বরগুনার পাথরঘাটা মৎস্য অবতরণ কেন্দ্রে কথা হয় তাঁর...
১২ জুন ২০২৫ভারতের স্থলবন্দর নিষেধাজ্ঞার পর সীমান্তে আটকে থাকা তৈরি পোশাক, খাদ্যসহ বিভিন্ন পণ্যের ট্রাকগুলো ফেরত আনছেন রপ্তানিকারকেরা। তবে যেসব ট্রাক বন্দরে ঢুকে গিয়েছিল, সেগুলো ভারতে প্রবেশ করানোর চেষ্টা চলছে। কিন্তু শেষ পর্যন্ত এসব ট্রাক ঢুকতে পারবে কি না, তা নিয়ে সংশয় আছে।
১৯ মে ২০২৫আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
০৮ মে ২০২৫পাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
০৮ মে ২০২৫