Ajker Patrika

৩০ হাজারে বিক্রি হলো বড়শিতে ধরা বোয়াল

আখাউড়া (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি
৩০ হাজারে বিক্রি হলো বড়শিতে ধরা বোয়াল

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২০ কেজি ওজনের একটি বোয়াল মাছ ৩০ হাজার টাকায় বিক্রি হয়েছে।

গতকাল সকালে এ তথ্য নিশ্চিত করেন সোনালী মৎস্য আড়তের মালিক মনোয়ার হোসেন ভূইয়া। এর আগে ভোরে তন্তর বাজারে মাছটি ১ হাজার ৫০০ টাকা কেজি দরে বিক্রি করা হয়।

নবীনগর উপজেলার মেঘনা নদী থেকে বড়শি দিয়ে মাছটি ধরেন স্থানীয় এক মৎস্যশিকারি। পরে সেটি তন্তর বাজারে সোনালী মৎস্য আড়তে ৩০ হাজার টাকায় কসবার এক ব্যবসায়ীর কাছে বিক্রি করা হয়।

সোনালী মৎস্য আড়তের মালিক মনোয়ার হোসেন ভূইয়া বলেন, ‘বাজারে প্রায়ই বিভিন্ন স্থান থেকে বিভিন্ন প্রজাতির ছোট-বড় মাছ আসে। তবে ২০ কেজি ওজনের বোয়াল মাছটি আসলেই বিরল। মাছটি দেখতে আমার সোনালী মৎস্য আড়তের সামনে মানুষের ভিড় জমে।’

আখাউড়া উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা রওনক জাহান বলেন, মাছটি বড়, এই এলাকার না। আখাউড়া উপজেলার বাজারগুলোতে রুই, কাতল, পাঙাশ, মৃগেল, পুঁটি, সরপুঁটি, কার্প, তেলাপিয়া, বোয়ালসহ বিভিন্ন প্রজাতির চাষ করা মাছ নিয়ে আসেন বিক্রেতারা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত