Ajker Patrika

‘৪৬০ টেহা দিয়া মেলা কিছু পাইলাম’

হালুয়াঘাট প্রতিনিধি
আপডেট : ২২ মার্চ ২০২২, ১৬: ১৪
‘৪৬০ টেহা দিয়া মেলা কিছু পাইলাম’

কড়া রোদের মধ্যে দীর্ঘ সারিতে দাঁড়িয়ে ছিলেন বয়োজ্যেষ্ঠ আমীর উদ্দিন। অবশেষে ফ্যামিলি কার্ডের মাধ্যমে ১১০ টাকা করে দুই লিটার সয়াবিন তেল, ৫৫ টাকা কেজি দরে দুই কেজি চিনি, ৬৫ টাকা দরে দুই কেজি মসুর ডাল এবং ৫০ টাকা দরে দুই কেজি ছোলা কিনতে পেরে হাসিমুখে লাইন থেকে বের হলেন। বাজারমূল্যের চেয়ে কম দামে পণ্য কিনতে পরে খুশি তিনি। আমীর উদ্দিন বলেন, ‘ভাই, সরকার আমাগো মেলা উপকার করল। ৪৬০ টেহা দিয়া মেলা কিছু পাইলাম।’

আমীর উদ্দিন হালুয়াঘাট উপজেলার ভুবনকুড়া ইউনিয়নের বাসিন্দা। গতকাল সোমবার দুপুরে ভুবনকুড়া ইউনিয়নে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) ভর্তুকি মূল্যে নিত্যপণ্য নিতে এসে এসব কথা বলেন আমীর উদ্দিন। শুধু আমীর উদ্দিন নন, উপজেলার ১২টি ইউনিয়ন ও একটি পৌরসভার ১৭ হাজার ৯৭৩টি পরিবার এ পণ্য কিনতে পারছে।

ভুবনকুড়া ইউনিয়নে গতকাল প্রায় ১ হাজার ২০০ জনের বেশি ফ্যামিলি কার্ডের মাধ্যমে নিত্যপণ্য কেনার সুযোগ পান। তবে ফ্যামিলি কার্ড না পেয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই।

গতকাল ভুবনকুড়া ইউনিয়ন পরিষদে টিসিবির পণ্য বিক্রি কার্যক্রম উদ্বোধন করেন ইউপি চেয়ারম্যান এম সুরুজ মিয়া। এ সময় আরও উপস্থিত ছিলেন তদারকির দায়িত্বে থাকা ট্যাগ কর্মকর্তা জনস্বাস্থ্য প্রকৌশলী মেহেদী হাসান রনি। গতকাল সোমবার উপজেলার ভূবনকুড়া ও জুগলী ইউনিয়নের ছয়টি অস্থায়ী কেন্দ্রে এসব পণ্য বিক্রি করা হয়। সকাল থেকে রোদ উপেক্ষা করে লম্বা লাইনে কার্ডধারী মধ্যবয়সী নারী-পুরুষেরা ভিড় জমান ভর্তুকি মূল্যে পণ্য কেনার জন্য।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলায় ১৭ হাজার ৯৭৩টি পরিবারকে টিসিবির কার্ড দেওয়া হয়েছে। তালিকাভুক্ত প্রত্যেক পরিবার টিসিবির নির্ধারিত ডিলারের কাছ থেকে দুই কেজি চিনি, দুই লিটার সয়াবিন তেল ও দুই কেজি মসুর ডাল ভর্তুকি মূল্যে কিনতে পারবেন।

দুপুরে উপজেলার ভুবনকুড়া ইউনিয়ন পরিষদ চত্বরে কথা হয় আমেনা খাতুনের সঙ্গে। তিনি জানান, কার্ড থাকায় স্বস্তিতে তিনি পণ্য সামগ্রী কিনতে পারছেন। কোনো সমস্যা হয়নি তাঁর।

মজনু মিয়া জানান, যেদিন উপজেলা সদরে ন্যায্যমূল্যের জিনিস দিত, সেদিন তিনি সকাল থেকে বসে থাকতেন। সকালে গিয়েও ঠেলাঠেলি করে পণ্য কিনতে হতো। আবার কখনো ফিরতে হতো খালি হাতে। তবে এখন খালি হাতে ফেরার চিন্তা নেই তাঁর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত