আজকের পত্রিকা ডেস্ক
জেলার উপজেলাগুলোতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার স্থানীয় থানা-পুলিশ এর আয়োজন করে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
দেবিদ্বার উপজেলায় দেবিদ্বার থানা-পুলিশের উদ্যোগে সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার মো. আমিরুল্লাহ। এর আগে শোভাযাত্রা বের করা হয়।
এতে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান সভাপতিত্ব করেন। কমিউনিটি পুলিশিং ডের এবারের স্লোগান হচ্ছে ‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’।
এ সময় অন্যান্যের মধ্যে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবীর, উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম, দেবিদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, কমিউনিটি পুলিশিং সভাপতি পিএম শহিদুল্লাহ উপস্থিত ছিলেন।
সভায় কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব তুলে ধরে অপরাধ দমনে ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশকে এলাকাবাসীর সহযোগিতা করার অনুরোধ জানানো হয়। বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিং মূলত একটি প্রতিরোধমূলক পুলিশি ব্যবস্থা। এই ব্যবস্থায় অপরাধের কারণগুলো অনুসন্ধান করে সেগুলো দূর করার পদক্ষেপ নেওয়া হয়। অপরাধের কারণগুলো দূর করা যেহেতু পুলিশের একার পক্ষে সম্ভব নয়, তাই এই কাজে অন্যান্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব প্রতিষ্ঠা করা হয়।
চান্দিনায় সকালে চান্দিনা থানা-পুলিশের আয়োজনে থানা চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, চান্দিনা থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান প্রমুখ।
তিতাস থানা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে থানা-পুলিশ। আলোচনা শেষে থানা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে হোমনা-গৌরীপুর সড়কের সড়ক প্রদক্ষিণ করে আবার থানা চত্বরে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস, পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।
চৌদ্দগ্রাম থানার উদ্যোগে সকালে অনুষ্ঠিত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আবদুল ওয়াদুদ দুলাল, কালিকাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুব হোসেন মজুমদার প্রমুখ।
ব্রাহ্মণপাড়ায় বেলা ১১টায় থানা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিং ব্যবস্থায় জনগণের সঙ্গে পুলিশের আস্থা ও বিশ্বাস স্থাপন হচ্ছে। এর মাধ্যমে সমাজে সন্ত্রাস-জঙ্গিবাদ নারীর প্রতি সহিংসতা অনেকটা কমানো সম্ভব হচ্ছে।
এ ছাড়া হোমনা, দাউদকান্দি ও আদর্শ সদর উপজেলায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা হয়েছে।
জেলার উপজেলাগুলোতে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে শোভাযাত্রা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার স্থানীয় থানা-পুলিশ এর আয়োজন করে।
আমাদের প্রতিনিধিদের পাঠানো খবর:
দেবিদ্বার উপজেলায় দেবিদ্বার থানা-পুলিশের উদ্যোগে সভায় প্রধান অতিথি ছিলেন সহকারী পুলিশ সুপার মো. আমিরুল্লাহ। এর আগে শোভাযাত্রা বের করা হয়।
এতে দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান সভাপতিত্ব করেন। কমিউনিটি পুলিশিং ডের এবারের স্লোগান হচ্ছে ‘মুজিববর্ষে পুলিশ নীতি, জনসেবা আর সম্প্রীতি’।
এ সময় অন্যান্যের মধ্যে কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মো. হুমায়ুন কবীর, উত্তর জেলা আওয়ামী লীগের শিল্প ও বাণিজ্য বিষয়ক সম্পাদক মো. নজরুল ইসলাম, দেবিদ্বার উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাজী আবুল কাশেম ওমানী, কমিউনিটি পুলিশিং সভাপতি পিএম শহিদুল্লাহ উপস্থিত ছিলেন।
সভায় কমিউনিটি পুলিশিংয়ের গুরুত্ব তুলে ধরে অপরাধ দমনে ও সন্ত্রাসীদের গ্রেপ্তারে পুলিশকে এলাকাবাসীর সহযোগিতা করার অনুরোধ জানানো হয়। বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিং মূলত একটি প্রতিরোধমূলক পুলিশি ব্যবস্থা। এই ব্যবস্থায় অপরাধের কারণগুলো অনুসন্ধান করে সেগুলো দূর করার পদক্ষেপ নেওয়া হয়। অপরাধের কারণগুলো দূর করা যেহেতু পুলিশের একার পক্ষে সম্ভব নয়, তাই এই কাজে অন্যান্য ব্যক্তি বা প্রতিষ্ঠানের সঙ্গে অংশীদারত্ব প্রতিষ্ঠা করা হয়।
চান্দিনায় সকালে চান্দিনা থানা-পুলিশের আয়োজনে থানা চত্বর থেকে শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা সদরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে। এতে অংশ নেন উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা তপন বকসী, চান্দিনা থানার ওসি মোহাম্মদ আরিফুর রহমান প্রমুখ।
তিতাস থানা মিলনায়তনে আলোচনা সভার আয়োজন করে থানা-পুলিশ। আলোচনা শেষে থানা চত্বর থেকে একটি শোভাযাত্রা বের হয়ে হোমনা-গৌরীপুর সড়কের সড়ক প্রদক্ষিণ করে আবার থানা চত্বরে এসে শেষ হয়। এ সময় উপস্থিত ছিলেন তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুধীন চন্দ্র দাস, পরিদর্শক (তদন্ত) রফিকুল ইসলাম।
চৌদ্দগ্রাম থানার উদ্যোগে সকালে অনুষ্ঠিত শোভাযাত্রায় উপস্থিত ছিলেন চৌদ্দগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শুভ রঞ্জন চাকমা, উপজেলা কমিউনিটি পুলিশিংয়ের সভাপতি আবদুল ওয়াদুদ দুলাল, কালিকাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মাহবুব হোসেন মজুমদার প্রমুখ।
ব্রাহ্মণপাড়ায় বেলা ১১টায় থানা প্রাঙ্গণ থেকে শোভাযাত্রা বের করে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ। শোভাযাত্রাটি উপজেলার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ মিলনায়তনে এসে আলোচনা সভায় মিলিত হয়। সভায় সভাপতিত্ব করেন ব্রাহ্মণপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অপ্পেলা রাজু নাহা। আলোচনায় অংশ নিয়ে বক্তারা বলেন, কমিউনিটি পুলিশিং ব্যবস্থায় জনগণের সঙ্গে পুলিশের আস্থা ও বিশ্বাস স্থাপন হচ্ছে। এর মাধ্যমে সমাজে সন্ত্রাস-জঙ্গিবাদ নারীর প্রতি সহিংসতা অনেকটা কমানো সম্ভব হচ্ছে।
এ ছাড়া হোমনা, দাউদকান্দি ও আদর্শ সদর উপজেলায় দিবসটি উপলক্ষে আলোচনা সভা ও শোভাযাত্রা হয়েছে।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫