Ajker Patrika

ইয়াসের ক্ষত এখনো সাতক্ষীরার বুকে

আবুল কাসেম, সাতক্ষীরা
আপডেট : ৩১ ডিসেম্বর ২০২১, ১১: ০৬
ইয়াসের ক্ষত এখনো সাতক্ষীরার বুকে

আজ শুক্রবার ইংরেজি বছরের শেষ দিন। বিদায়ী এ বছর সাতক্ষীরায় সবচেয়ে আলোচিত ঘটনা তিনটি। এগুলো হলো ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে উপকূলীয় এলাকায় ব্যাপক ক্ষয়ক্ষতি, শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার রায় ও স্বামী-স্ত্রী ও তাঁদের দুই সন্তানকে কুপিয়ে হত্যা। তবে ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে ক্ষয়ক্ষতির ঘটনা সবচেয়ে নেতিবাচক ছাপ ফেলেছে মানুষের মনে।

চলতি বছরের ২৬ মে ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে সৃষ্ট জলোচ্ছ্বাসে উপকূলীয় এলাকার ২২টি পয়েন্টের বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। সাড়ে তিন হাজার ঘরবাড়ি বিধ্বস্ত হয়। ঘের তলিয়ে বিভিন্ন ব্যবসায়ীর ১৫ কোটি টাকা ক্ষতি হয়। এ ছাড়া ২৪টি ইউনিয়নের লক্ষাধিক মানুষ পানিবন্দী হয়ে পড়েন।

সাতক্ষীরায় অপর আলোচিত বিষয় ছিল, ২০০২ সালের ৩০ আগস্ট শেখ হাসিনার গাড়িবহরে হামলা মামলার রায়। চলতি বছরের ৪ ফেব্রুয়ারি এ মামলার রায় হয়। রায়ে সাতক্ষীরার সাবেক সাংসদ হাবিবুল ইসলাম হাবিবকে ১০ বছর কারাদণ্ড ও বিএনপির ৪৯ জন নেতা-কর্মীকে বিভিন্ন মেয়াদে সাঁজা দেওয়া হয়।

এদিকে, কলারোয়ার হেলাতলা ইউনিয়নের খলিসা গ্রামে একই পরিবারের স্বামী-স্ত্রী ও তাদের দুই সন্তানকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা মামলার বিচার সম্পন্ন হয়েছে। ১৪ সেপ্টেম্বর সাতক্ষীরার জ্যেষ্ঠ জেলা ও দায়রা জজ শেখ মফিজুর রহমান মামলার একমাত্র আসামি রায়হানুর রহমানকে দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ডাদেশ দেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি টাকায় ব্যক্তিগত সড়ক কার্পেটিং বিচারপতি খিজির হায়াতের, প্রমাণ পেয়েছে দুদক

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

অভিনেতা সিদ্দিককে মারধর করে থানায় সোপর্দ, ছিঁড়ে ফেলা হয় পরনের পোশাক

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বগুড়ায় ছাত্রদল নেতার ওপর হামলা, পাঁচ নেতা-কর্মীকে শোকজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত