Ajker Patrika

‘সবার আগে বাংলা ভাষা শিখতে হবে’

সিলেট প্রতিনিধি
আপডেট : ২০ ফেব্রুয়ারি ২০২২, ১৭: ১৭
‘সবার আগে বাংলা ভাষা শিখতে হবে’

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সবার আগে বাংলা ভাষা শিখতে হবে। রক্তের বিনিময়ে অর্জিত ভাষায় কথা বলতে না পারা দুর্ভাগ্যজনক।

গতকাল শনিবার দুপুরে ব্যানিয়ান ব্রিটিশ স্কুল সিলেট ঝরণারপাড় শাখার বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরও বলেন, ব্রিটিশ কারিকুলাম আনন্দদায়ক। এতে করে বাচ্চারা দক্ষ হবে। ছেলে-মেয়েদের সুশিক্ষিত করে তুলতে ব্রিটিশ কারিকুলাম অগ্রণী ভূমিকা রাখবে। মনে রাখতে হবে, শিক্ষার উন্নয়নই প্রকৃত উন্নয়ন। সাধারণ শিক্ষার সঙ্গে কারিগরি শিক্ষার মান বৃদ্ধি করতে হবে। তাহলে সুশিক্ষিত কেউ বেকার থাকবে না।

মেয়র ব্যানিয়ান ব্রিটিশ স্কুলের প্রশংসা করে আরও বলেন, ‘ব্রিটিশ কারিকুলামের শিক্ষা উচ্চমানসম্পন্ন। এ রকম একটি প্রতিষ্ঠান আমাদের শহরে থাকা আমাদের বাচ্চাদের জন্য লাভজনক। তবে ইংলিশ মিডিয়ামের এ লেভেল থেকে ন্যাশনালে সামঞ্জস্য রাখতে হবে। ব্যানিয়ান মূল ধারার সঙ্গে সামঞ্জস্য রেখে চলছে। বাচ্চাদের ট্রেইনআপ করে স্কিল বাড়ানো অত্যন্ত জরুরি।’

হেড অব স্কুল জেড এফ লিমি চৌধুরীর সভাপতিত্বে মুখ্য আলোচক ছিলেন স্কুলের এক্সিকিউটিভ প্রিন্সিপাল সামান্থা চাইল্ডস। রাজিয়া সুলতানা ও তাহমিনা রহমান চৌধুরীর যৌথ সঞ্চালনায় স্বাগত বক্তব্য দেন স্কুলের চেয়ারম্যান তাহির খান। বিশেষ অতিথি ছিলেন সিসিকের ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও সাবেক প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদী, ডা. মোস্তফা শাহজামান চৌধুরী বাহার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মেঘমল্লারের জবাবের পর ডাকসু ও বাংলাদেশের রাজনীতি নিয়ে যা লিখলেন শশী থারুর

জাতিসংঘে ফিলিস্তিন রাষ্ট্রের প্রস্তাব বিপুল ভোটে পাস, বিপক্ষে ভোট দিল যারা

উপদেষ্টা পরিষদের ভেতরে মাহফুজকে হত্যার মৌন সম্মতি তৈরি করা হয়েছে: নাহিদ

রপ্তানিতে দ্বিতীয় থেকে ১০ নম্বরে নামল চিংড়ি

২০ শতাংশ অতিরিক্ত ভোটার কারা, প্রশ্ন অধ্যাপক মাফরুহী সাত্তারের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত