Ajker Patrika

‘কেন্দ্রে অনিয়ম হলে ব্যবস্থা’

বান্দরবান প্রতিনিধি
আপডেট : ০৮ নভেম্বর ২০২১, ১৫: ৩৫
‘কেন্দ্রে অনিয়ম হলে ব্যবস্থা’

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ও দোছড়ি ইউপি নির্বাচন সুষ্ঠু, অবাধ ও নিরপেক্ষভাবে করার লক্ষ্যে প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে। নির্বাচনে যেকোনো অনিয়ম হলে আইনগতভাবে মোকাবিলা করা হবে।

যে কেন্দ্রে কোনো অনিয়মের অভিযোগ ও সত্যতা পাওয়া যাবে সেখানে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে। উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রচার ও জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে একটি অনুষ্ঠানে নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সালমা ফেরদৌস এসব কথা বলেন।

গত শনিবার বিকেলে বাইশারী ইউনিয়নের বাইশারী বাজারে অনুষ্ঠানে ইউএনও আরও বলেন, নির্বাচনের আগে নানা গুজব ছড়ানো হয়। এতে ভোটার যেমন বিভ্রান্ত হয়, এলাকার বিভিন্ন পর্যায়ের লোকজনের মধ্যেও ভীতিসহ নানা জল্পনা সৃষ্টি হয়। এসব গুজবে ভোটার ও জনগণকে কান না দিয়ে ভোটকেন্দ্রে গিয়ে ভোট দেওয়ার জন্য ভোটারদের প্রতি ইউএনও আহ্বান জানান।

সালমা ফেরদৌস বলেন, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরাপদ পরিবেশে অনুষ্ঠানের জন্য নির্বাচন কমিশন সর্বোচ্চ চেষ্টা অব্যাহত রেখেছে। প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী এ কাজে সর্বাত্মক সহযোগিতা দিয়ে যাচ্ছে। কোনো ধরনের অনিয়ম-বিশৃঙ্খলা সহ্য করা হবে না। এ ধরনের কাজ যিনি বা যাঁরাই করুন, তাঁদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

তিনি ভোটের দিন নারী-পুরুষ ভোটারদের ভোটকেন্দ্রে গিয়ে নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়ে গণতন্ত্র সুসংহত করার আহ্বান জানান। এ ব্যাপারে তিনি ভোটার ও এলাকাবাসীর সহযোগিতা কামনা করেন।

এ সময় নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন, উপজেলা নির্বাচন কর্মকর্তা ও রিটার্নিং কর্মকর্তা আবু জাফর সালেহসহ উপজেলার অন্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ১১ নভেম্বর নাইক্ষ্যংছড়ি উপজেলার বাইশারী ও দোছড়ি ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এ নির্বাচনে বিএনপিসহ বিরোধী দলের কেউ প্রার্থী না হলেও আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে দলীয় নেতারা ‘বিদ্রোহী’ হিসেবে প্রার্থী হয়েছেন। দোছড়ি ইউনিয়নে আওয়ামী লীগ মনোনীত চেয়ারম্যান প্রার্থী মোহাম্মদ ইমরান নৌকা প্রতীকে নির্বাচন করছেন।

অপরদিকে বর্তমান ইউপি চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. হাবিবুল্লাহ বিদ্রোহী হিসেবে নির্বাচন করছেন। অপরদিকে বাইশারী ইউনিয়নে বর্তমান চেয়ারম্যান মোহাম্মদ আলম আওয়ামী লীগ মনোনীত হয়ে চেয়ারম্যান পদে নির্বাচন করছেন।

আর দলীয় মনোনয়ন না পেয়ে ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জাহাঙ্গীর আলম বাহাদুর বিদ্রোহী হিসেবে নির্বাচন করছেন।

এখানে সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হাকিম স্বতন্ত্র হিসেবে নির্বাচন করছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত