Ajker Patrika

ইউনিয়ন পরিষদ নির্বাচন

পীরগাছা প্রতিনিধি
আপডেট : ০১ অক্টোবর ২০২১, ১২: ১৯
ইউনিয়ন পরিষদ নির্বাচন

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনের তফসিল ঘোষণার পর পীরগাছায় নড়েচড়ে বসেছেন সম্ভাব্য চেয়ারম্যান ও সদস্য প্রার্থীরা। গণসংযোগের পাশাপাশি শুরু হয়েছে দলীয় মনোনয়ন পাওয়ার জন্য দৌড়ঝাঁপ।

ক্ষমতাসীন আওয়ামী লীগের নৌকা প্রতীক কোন চেয়ারম্যান প্রার্থী পাবেন তা নিয়ে তৃণমূলে চলছে কড়া হিসাব-নিকাশ। এমন পরিস্থিতিতে আলোচনায় উঠে এসেছেন শাহ আতিকুর রহমান লিংকন। তিনি উপজেলার ছাওলা ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী।

লিংকন ছাওলা ইউপির সাবেক চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি মরহুম শাহ আব্দুল হাকিমের ছেলে। তিনি পাওটানাহাট বালিকা উচ্চবিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি ও স্থানীয় ইউনিয়ন আওয়ামী লীগের প্রাথমিক সদস্য। তৃণমূল থেকে তাঁকে নৌকা প্রতীক দেওয়ার দাবি জোরালো হয়ে উঠছে।

ছাওলার শিবদেব গ্রামের আব্দুর রশিদ, জুয়ান গ্রামের মজিবর রহমান ও আদম গ্রামের মুসলিম উদ্দিন জানান, শাহ আব্দুল হাকিম ছিলেন আওয়ামী লীগের কান্ডারি। তিনি তিনবারের নির্বাচিত ইউপি চেয়ারম্যান ছিলেন। তাঁর ছেলে লিংকনের তুলনা হয় না। ছাওলা ইউনিয়নে লিংকনের কোনো বিকল্প নেই বলে জানান তাঁরা।

ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি আব্দুর রহিম সরকার বলেন, ‘লিংকন তৃণমূল আওয়ামী লীগের প্রাণ। বেশির ভাগ নেতা-কর্মীও তাঁকে চান। এ ইউনিয়নে নৌকা দিতে ভুল করলে পরে পস্তাতে হবে। তাই আমরা ভুল করতে চাই না। লিংকনকে নৌকা প্রতীক দেওয়ার আহ্বান জানাচ্ছি।’

বাবার আদর্শ অনুসরণ করে সাধারণ মানুষের সেবায় নিয়োজিত থাকা লিংকন বলেন, ‘জনগণেরডাকে সাড়া দিয়েই প্রচার-প্রচারণা চালিয়ে যাচ্ছি। আমাকে নৌকা প্রতীক দেওয়া হলে জনগণের রায় জনগণই ছিনিয়ে আনবে। আমিও জয়ী হওয়ার ব্যাপারে আশাবাদী।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত