Ajker Patrika

‘বিএনপির নির্বাচনে অংশ নেওয়া উচিত’

কুমিল্লা প্রতিনিধি
আপডেট : ১০ অক্টোবর ২০২১, ১৮: ০০
‘বিএনপির নির্বাচনে অংশ নেওয়া উচিত’

জনগণের প্রতি অঙ্গীকার থাকলে বিএনপির নির্বাচনে অংশ নেওয়া উচিত বলে মন্তব্য করেন এলজিআরডিমন্ত্রী মো. তাজুল ইসলাম এমপি। গতকাল শনিবার বাংলাদেশ পল্লি উন্নয়ন একাডেমির (বার্ড) দুই দিনব্যাপী ৫৪তম বার্ষিক পরিকল্পনা সম্মেলনের উদ্বোধন শেষে মন্ত্রী এ কথা বলেন।

পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. মশিউর রহমান এনডিসির সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন এলজিআরডিমন্ত্রী মো. তাজুল ইসলাম। এ ছাড়া উপস্থিত ছিলেন বার্ড

মহাপরিচালক মো. শাহ জাহান, অতিরিক্ত মহাপরিচালক মো. সফিকুল ইসলাম, জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান, পুলিশ সুপার ফারুক আহমেদ।

বিএনপির নির্বাচনে আসা প্রসঙ্গে মন্ত্রী আরও বলেন, যাদের গণতন্ত্রের প্রতি বিশ্বাস নেই এবং স্বৈরতন্ত্রের জন্য অপেক্ষা করে, তারাই নির্বাচনকে গুরুত্বপূর্ণ মনে করে না। এ ছাড়া তিনি বলেন, যুদ্ধবিধ্বস্ত বাংলাদেশ পুনর্গঠনে ও বাংলাদেশের পল্লি উন্নয়নে বার্ড অগ্রণী ভূমিকা পালন করেছে। পরীক্ষামূলক প্রকল্পগুলো জাতীয় পর্যায়ে বাস্তবায়িত হয়েছে।

অনুষ্ঠানের পল্লি উন্নয়ন ও সমবায় বিভাগের সচিব মো. মশিউর রহমান বলেন, বার্ড বাংলাদেশের পল্লি উন্নয়নে সূতিকাগারের ভূমিকা পালন করেছে। বর্তমান এলজিইডি, উপজেলা কমপ্লেক্স, বিএডিসি বার্ডের সফল কর্মসূচির ফসল। এসডিজির লক্ষ্যমাত্রা অর্জন এবং ২০৪১ সালের উন্নত ও বৈষম্যহীন বাংলাদেশ বিনির্মাণে বার্ড কৌশলগত ভূমিকা রাখবে।

বার্ডের মহাপরিচালক মো. শাহজাহান বার্ডের বর্তমান কার্যক্রম এবং আমার গ্রাম আমার শহর ও কৃষি যান্ত্রিকীকরণের বিকাশ শীর্ষক প্রায়োগিক গবেষণাসহ অন্যান্য প্রায়োগিক গবেষণার কথা তুলে ধরেন। এ সময় তিনি বলেন, বার্ড পল্লি জনগণের ভাগ্য উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত