সিরাজগঞ্জ ও বগুড়া প্রতিনিধি
বগুড়া ও সিরাজগঞ্জে যমুনাসহ অভ্যন্তরীণ নদ-নদীর পানি দ্রুতগতিতে কমতে শুরু করেছে। বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার পানি।
বগুড়ার মতো সিরাজগঞ্জেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। কিন্তু চরম দুর্ভোগ পোহাচ্ছেন পানিবন্দী অসংখ্য মানুষ। তবে বগুড়ায় আরও দুই দফা বন্যা হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ড।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় (গত শনিবার সকাল ৬টা থেকে গতকাল রোববার সকাল ৬টা পর্যন্ত) ৩২ সেন্টিমিটার কমে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্টে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল পানি।
গত দুই সপ্তাহের বন্যায় নদীর তীরবর্তী অঞ্চলে বসবাসকারী মানুষের বাড়িতে পানি ওঠে। অধিকাংশ সময় পানিতেই থাকতে হয় তাঁদের।
শাহজাদপুর উপজেলার কৈজুড়ী গ্রামের সাইফুল ইসলাম বলেন, গ্রামের কাঁচা রাস্তা বন্যার পানিতে ডুবে যাওয়ায় চলাচলে দুর্ভোগ বেড়েছে।
বন্যায় সিরাজগঞ্জ জেলার কাজীপুর, সদর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলার ৩৮ ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েন। এ ছাড়া ১২ হাজার ৫০০ হেক্টর জমির রোপা আমন, তিল, মরিচ, বাদাম, রোপা আমন, শাক-সবজি, বীজতলাসহ উঠতি ফসল পানিতে তলিয়ে নষ্ট হয়েছে। জেলার ৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ওঠায় পাঠদান বন্ধ রয়েছে।
এর আগে, জুন মাসের শুরু থেকে যমুনার পানি বাড়তে থাকে। পরবর্তী সময়ে ১৭ জুন সন্ধ্যা থেকে যমুনার পানি বিপৎসীমা অতিক্রম করে।
যমুনায় পানি বেড়ে যাওয়ায় বগুড়া জেলার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার প্রায় ৮৮ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছিল। বর্তমানে যমুনার পানি বাড়িঘর থেকে নেমে গেছে। কিন্তু বানভাসিদের দুর্ভোগ পুরোপুরি কাটতে সময় লাগবে আরও কিছুদিন।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, যমুনা নদীর বিপৎসীমা ধরা হয় ১৬ দশমিক ৭০ মিটার। আর বাঙ্গালী নদীর বিপৎসীমা নির্ধারণ করা হয় ১৫ দশমিক ৮৫ মিটার।
গতকাল রোববার দুপুরে বগুড়ার পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. হুমায়ুন কবির জানান, চরাঞ্চলের বাসিন্দাদের বাড়িঘর থেকে যমুনার পানি নেমে গেছে। সব মিলিয়ে তারা ৯ দিন পানিবন্দী ছিলেন। গত ২৪ ঘণ্টায় যমুনার পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। বাঙ্গালী নদীর পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।
জেলায় আরও দুই দফা বন্যা হবে বলে আশঙ্কা করা হচ্ছে। জুলাই মাসের প্রথম দুই সপ্তাহের মধ্যে যমুনার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। পরবর্তী সময়ে আগস্ট মাসে যমুনার পানি আরেকবার বিপৎসীমা অতিক্রম করতে পারে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, যমুনার পানি বিপৎসীমার নিচে নেমে গেছে। জুলাই ও আগস্ট মাসে যদি বন্যা হয়, তাহলে ওই সময় নতুন অর্থবছরের বরাদ্দ দিয়ে বন্যার্তদের সাহায্য করা হবে। জুন মাস পর্যন্ত বন্যার্তদের সহযোগিতা করার জন্য যথেষ্ট টাকা ও খাবার মজুত আছে।
বগুড়া ও সিরাজগঞ্জে যমুনাসহ অভ্যন্তরীণ নদ-নদীর পানি দ্রুতগতিতে কমতে শুরু করেছে। বর্তমানে বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে যমুনার পানি।
বগুড়ার মতো সিরাজগঞ্জেও বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। কিন্তু চরম দুর্ভোগ পোহাচ্ছেন পানিবন্দী অসংখ্য মানুষ। তবে বগুড়ায় আরও দুই দফা বন্যা হবে বলে আশঙ্কা প্রকাশ করেছে পানি উন্নয়ন বোর্ড।
সিরাজগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী শফিকুল ইসলাম জানান, গত ২৪ ঘণ্টায় (গত শনিবার সকাল ৬টা থেকে গতকাল রোববার সকাল ৬টা পর্যন্ত) ৩২ সেন্টিমিটার কমে সিরাজগঞ্জ শহর রক্ষা বাঁধ হার্ড পয়েন্টে বিপৎসীমার ৩৭ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল পানি।
গত দুই সপ্তাহের বন্যায় নদীর তীরবর্তী অঞ্চলে বসবাসকারী মানুষের বাড়িতে পানি ওঠে। অধিকাংশ সময় পানিতেই থাকতে হয় তাঁদের।
শাহজাদপুর উপজেলার কৈজুড়ী গ্রামের সাইফুল ইসলাম বলেন, গ্রামের কাঁচা রাস্তা বন্যার পানিতে ডুবে যাওয়ায় চলাচলে দুর্ভোগ বেড়েছে।
বন্যায় সিরাজগঞ্জ জেলার কাজীপুর, সদর, বেলকুচি, শাহজাদপুর ও চৌহালী উপজেলার ৩৮ ইউনিয়নের প্রায় ৫০ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েন। এ ছাড়া ১২ হাজার ৫০০ হেক্টর জমির রোপা আমন, তিল, মরিচ, বাদাম, রোপা আমন, শাক-সবজি, বীজতলাসহ উঠতি ফসল পানিতে তলিয়ে নষ্ট হয়েছে। জেলার ৮৪টি শিক্ষাপ্রতিষ্ঠানে পানি ওঠায় পাঠদান বন্ধ রয়েছে।
এর আগে, জুন মাসের শুরু থেকে যমুনার পানি বাড়তে থাকে। পরবর্তী সময়ে ১৭ জুন সন্ধ্যা থেকে যমুনার পানি বিপৎসীমা অতিক্রম করে।
যমুনায় পানি বেড়ে যাওয়ায় বগুড়া জেলার সারিয়াকান্দি, সোনাতলা ও ধুনট উপজেলার প্রায় ৮৮ হাজার মানুষ পানিবন্দী হয়ে পড়েছিল। বর্তমানে যমুনার পানি বাড়িঘর থেকে নেমে গেছে। কিন্তু বানভাসিদের দুর্ভোগ পুরোপুরি কাটতে সময় লাগবে আরও কিছুদিন।
পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, যমুনা নদীর বিপৎসীমা ধরা হয় ১৬ দশমিক ৭০ মিটার। আর বাঙ্গালী নদীর বিপৎসীমা নির্ধারণ করা হয় ১৫ দশমিক ৮৫ মিটার।
গতকাল রোববার দুপুরে বগুড়ার পানি উন্নয়ন বোর্ডের উপবিভাগীয় প্রকৌশলী মো. হুমায়ুন কবির জানান, চরাঞ্চলের বাসিন্দাদের বাড়িঘর থেকে যমুনার পানি নেমে গেছে। সব মিলিয়ে তারা ৯ দিন পানিবন্দী ছিলেন। গত ২৪ ঘণ্টায় যমুনার পানি বিপৎসীমার ৮ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে। বাঙ্গালী নদীর পানি বিপৎসীমার ৬ সেন্টিমিটার নিচ দিয়ে প্রবাহিত হয়েছে।
জেলায় আরও দুই দফা বন্যা হবে বলে আশঙ্কা করা হচ্ছে। জুলাই মাসের প্রথম দুই সপ্তাহের মধ্যে যমুনার পানি বিপৎসীমা অতিক্রম করতে পারে। পরবর্তী সময়ে আগস্ট মাসে যমুনার পানি আরেকবার বিপৎসীমা অতিক্রম করতে পারে।
জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা গোলাম কিবরিয়া জানান, যমুনার পানি বিপৎসীমার নিচে নেমে গেছে। জুলাই ও আগস্ট মাসে যদি বন্যা হয়, তাহলে ওই সময় নতুন অর্থবছরের বরাদ্দ দিয়ে বন্যার্তদের সাহায্য করা হবে। জুন মাস পর্যন্ত বন্যার্তদের সহযোগিতা করার জন্য যথেষ্ট টাকা ও খাবার মজুত আছে।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫বিআরটিসির বাস দিয়ে চালু করা বিশেষায়িত বাস র্যাপিড ট্রানজিট (বিআরটি) লেনে অনুমতি না নিয়েই চলছে বেসরকারি কোম্পানির কিছু বাস। ঢুকে পড়ছে সিএনজিচালিত অটোরিকশা, ব্যাটারিচালিত অটোরিকশা। উল্টো পথে চলছে মোটরসাইকেল। অন্যদিকে বিআরটিসির মাত্র ১০টি বাস চলাচল করায় সোয়া চার হাজার কোটি টাকার এই প্রকল্প থেকে...
১৬ জানুয়ারি ২০২৫গাজীপুর মহানগরের বোর্ডবাজার এলাকার ইসলামিক ইউনিভার্সিটি অব টেকনোলজির (আইইউটি) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা পিকনিকে যাচ্ছিলেন শ্রীপুরের মাটির মায়া ইকো রিসোর্টে। ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক থেকে বাসগুলো গ্রামের সরু সড়কে ঢোকার পর বিদ্যুতের তারে জড়িয়ে যায় বিআরটিসির একটি দোতলা বাস...
২৪ নভেম্বর ২০২৪ঝড়-জলোচ্ছ্বাস থেকে রক্ষায় সন্দ্বীপের ব্লক বেড়িবাঁধসহ একাধিক প্রকল্প হাতে নিয়েছে সরকার। এ লক্ষ্যে বরাদ্দ দেওয়া হয়েছে ৫৬২ কোটি টাকা। এ জন্য টেন্ডারও হয়েছে। প্রায় এক বছর পেরিয়ে গেলেও ঠিকাদারি প্রতিষ্ঠানগুলো কাজ শুরু করছে না। পানি উন্নয়ন বোর্ডের (পাউবো) তাগাদায়ও কোনো কাজ হচ্ছে না বলে জানিয়েছেন...
২০ নভেম্বর ২০২৪