কুমিল্লা প্রতিনিধি
উদ্বেগ-উৎকণ্ঠার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে কুমিল্লার মেঘনা ও তিতাস উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। এতে ৭৩ জন চেয়ারম্যান, ১৪৫ জন সংরক্ষিত নারী সদস্য ও ৪৭৪ জন সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে নির্বাচনকে ঘিরে দুই উপজেলায় বিভিন্ন হামলা-মামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মেঘনা উপজেলায় ৮টি ইউপিতে ৩০ জন চেয়ারম্যান, ৭২ জন সংরক্ষিত নারী সদস্য ও ১৯৯ জন সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একইভাবে তিতাস উপজেলার ৯টি ইউপিতে ৪৩ জন চেয়ারম্যান, ৭৩ জন সংরক্ষিত নারী সদস্য ও ২৭৫ জন সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মেঘনা উপজেলার আটটি ইউনিয়নে ৯৬ হাজার ৯৮০ জন ভোটার ও ৭৩টি ভোট কেন্দ্রে রয়েছে। তিতাস উপজেলার নয় ইউনিয়নে এক লাখ ৪৮ হাজার ৩৪১ জন ভোটার ও ৮৮টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটগণ দায়িত্বে থাকবেন।
মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দলের বিদ্রোহী প্রার্থী হারুন অর রশিদ ও তাঁর কর্মী-সমর্থকেরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন নৌকার প্রার্থী জাকির হোসেন।
গত মঙ্গলবার রাত ১২টার দিকে ইউনিয়নের দড়ি উত্তর বাউশিয়া গ্ৰামের নির্বাচনী অফিসে এ হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশ মানিকারচর বাজারের মসজিদের পাশে একটি পরিত্যক্ত জায়গা থেকে ৫টি পেট্রল বোমা উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মেঘনা থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
এ ঘটনায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. জাকির হোসেনের কর্মী মো. ওয়াসিম বাদী হয়ে দলের বিদ্রোহী প্রার্থী হারুন অর রশিদের কর্মী-সমর্থকদের আসামি করে একটি মামলা করেন। অন্যদিকে পেট্রল বোমা উদ্ধারের ঘটনায় মেঘনা থানার পুলিশ বাদী হয়ে আরও একটি মামলা করেছে।
জাকির হোসেন অভিযোগ করে বলেন, ‘নির্বাচনকে প্রভাবিত করার জন্য ও পেশিশক্তি ব্যবহার করে বিদ্রোহী প্রার্থী হারুন অর রশিদ ও তাঁর কর্মী-সমর্থকেরা গভীর রাতে আমার নির্বাচনী অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। যাঁরা এই ঘটনা ঘটিয়েছেন, তাঁদের অধিকাংশই স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মী। তাঁরা আওয়ামী লীগের নেতা-কর্মী হয়ে কীভাবে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও নৌকা পুড়িয়েছেন? আমি এই ঘটনায় জড়িত সব অভিযুক্তকে আইনের আওতায় আনার দাবি জানাই।’
অভিযুক্ত নৌকার বিদ্রোহী প্রার্থী হারুন অর রশিদের ভাই ও মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তাজ বলেন, গত মঙ্গলবার রাতে নৌকার অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তাঁরা জড়িত নন।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, আওয়ামী লীগের প্রার্থীর অফিসে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের এবং পেট্রল বোমা উদ্ধার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। একটি মামলা করেছেন ওয়াসিম নামে এক ব্যক্তি। আর পেট্রল বোমা উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে আরও একটি মামলা করে। তবে এখন পর্যন্ত কেউ আটক বা গ্রেপ্তার হয়নি।
উদ্বেগ-উৎকণ্ঠার মধ্য দিয়ে আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত হচ্ছে কুমিল্লার মেঘনা ও তিতাস উপজেলার ১৭টি ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন। এতে ৭৩ জন চেয়ারম্যান, ১৪৫ জন সংরক্ষিত নারী সদস্য ও ৪৭৪ জন সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এদিকে নির্বাচনকে ঘিরে দুই উপজেলায় বিভিন্ন হামলা-মামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে অভিযোগ করছেন।
জেলা নির্বাচন অফিস সূত্রে জানা যায়, মেঘনা উপজেলায় ৮টি ইউপিতে ৩০ জন চেয়ারম্যান, ৭২ জন সংরক্ষিত নারী সদস্য ও ১৯৯ জন সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। একইভাবে তিতাস উপজেলার ৯টি ইউপিতে ৪৩ জন চেয়ারম্যান, ৭৩ জন সংরক্ষিত নারী সদস্য ও ২৭৫ জন সাধারণ সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে মেঘনা উপজেলার আটটি ইউনিয়নে ৯৬ হাজার ৯৮০ জন ভোটার ও ৭৩টি ভোট কেন্দ্রে রয়েছে। তিতাস উপজেলার নয় ইউনিয়নে এক লাখ ৪৮ হাজার ৩৪১ জন ভোটার ও ৮৮টি কেন্দ্রে ভোট গ্রহণ হবে।
জেলা প্রশাসক মোহাম্মদ কামরুল হাসান বলেন, সুষ্ঠু ও শান্তিপূর্ণ ভোট গ্রহণের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেওয়া হয়েছে। প্রতিটি কেন্দ্রে পর্যাপ্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য ও জেলা প্রশাসনের ম্যাজিস্ট্রেটগণ দায়িত্বে থাকবেন।
মেঘনা উপজেলার মানিকারচর ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ প্রার্থীর অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। দলের বিদ্রোহী প্রার্থী হারুন অর রশিদ ও তাঁর কর্মী-সমর্থকেরা এ হামলা চালিয়েছেন বলে অভিযোগ করেন নৌকার প্রার্থী জাকির হোসেন।
গত মঙ্গলবার রাত ১২টার দিকে ইউনিয়নের দড়ি উত্তর বাউশিয়া গ্ৰামের নির্বাচনী অফিসে এ হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এ ঘটনার পর পুলিশ মানিকারচর বাজারের মসজিদের পাশে একটি পরিত্যক্ত জায়গা থেকে ৫টি পেট্রল বোমা উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় মেঘনা থানায় পৃথক দুটি মামলা হয়েছে।
এ ঘটনায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মো. জাকির হোসেনের কর্মী মো. ওয়াসিম বাদী হয়ে দলের বিদ্রোহী প্রার্থী হারুন অর রশিদের কর্মী-সমর্থকদের আসামি করে একটি মামলা করেন। অন্যদিকে পেট্রল বোমা উদ্ধারের ঘটনায় মেঘনা থানার পুলিশ বাদী হয়ে আরও একটি মামলা করেছে।
জাকির হোসেন অভিযোগ করে বলেন, ‘নির্বাচনকে প্রভাবিত করার জন্য ও পেশিশক্তি ব্যবহার করে বিদ্রোহী প্রার্থী হারুন অর রশিদ ও তাঁর কর্মী-সমর্থকেরা গভীর রাতে আমার নির্বাচনী অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন। যাঁরা এই ঘটনা ঘটিয়েছেন, তাঁদের অধিকাংশই স্থানীয় ইউনিয়ন ও ওয়ার্ড আওয়ামী লীগের নেতা-কর্মী। তাঁরা আওয়ামী লীগের নেতা-কর্মী হয়ে কীভাবে বঙ্গবন্ধু, প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছবি ও নৌকা পুড়িয়েছেন? আমি এই ঘটনায় জড়িত সব অভিযুক্তকে আইনের আওতায় আনার দাবি জানাই।’
অভিযুক্ত নৌকার বিদ্রোহী প্রার্থী হারুন অর রশিদের ভাই ও মেঘনা উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক তাজুল ইসলাম তাজ বলেন, গত মঙ্গলবার রাতে নৌকার অফিসে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় তাঁরা জড়িত নন।
মেঘনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল মজিদ বলেন, আওয়ামী লীগের প্রার্থীর অফিসে হামলা ভাঙচুর ও অগ্নিসংযোগের এবং পেট্রল বোমা উদ্ধার ঘটনায় পৃথক দুটি মামলা হয়েছে। একটি মামলা করেছেন ওয়াসিম নামে এক ব্যক্তি। আর পেট্রল বোমা উদ্ধারের ঘটনায় পুলিশ বাদী হয়ে আরও একটি মামলা করে। তবে এখন পর্যন্ত কেউ আটক বা গ্রেপ্তার হয়নি।
আধুনিক যুগের সবচেয়ে বিস্ময়কর প্রত্নতাত্ত্বিক আবিষ্কারগুলোর একটি হচ্ছে গৌতম বুদ্ধের দেহাবশেষের সঙ্গে সম্পর্কিত ঐতিহাসিক রত্নসম্ভার। গতকাল বুধবার হংকংয়ে বিখ্যাত আর্ট নিলাম কোম্পানি সাদাবি’স-এর এক নিলামে এগুলো তোলার উদ্যোগ নেওয়া হয়।
৭ দিন আগেপাকিস্তানে ভারতের হামলার সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। চীনও এই হামলাকে ‘দুঃখজনক’ বলে অভিহিত করেছে। উদ্বেগ জানিয়েছে জাতিসংঘও। উত্তেজনা যেন আরও না বাড়ে, সে জন্য দুই পক্ষকে সংযত থাকার আহ্বান জানিয়েছে জাতিসংঘ, ফ্রান্সসহ বিভিন্ন দেশ। এদিকে ভারতের অবস্থানকে সমর্থন করেছে...
৭ দিন আগেভারতনিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলা নিয়ে দুই চিরবৈরী প্রতিবেশীর মধ্যে উত্তেজনার পারদ ক্রমেই চড়ছিল। তা তুঙ্গে উঠল এবার পাকিস্তানের ভূখণ্ডে ভারতের ‘অপারেশন সিঁদুর’ নামের ক্ষেপণাস্ত্র ও বিমান হামলা দিয়ে। পাশাপাশি সীমান্তেও দুই দেশের সামরিক বাহিনীর মধ্যে ব্যাপক গোলাগুলি হয়েছে...
৭ দিন আগেঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা এলাকায় যাত্রীবাহী বাসে ডাকাতি বেড়েই চলছে। এ কারণে চালক ও যাত্রীদের কাছে আতঙ্কের নাম হয়ে উঠছে এই সড়ক। ডাকাতির শিকার বেশি হচ্ছেন প্রবাসফেরত লোকজন। ডাকাতেরা অস্ত্র ঠেকিয়ে লুট করে নিচ্ছে সর্বস্ব। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পরিচয়েও ঘটছে ডাকাতির ঘটনা।
০২ মার্চ ২০২৫