Ajker Patrika

কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কাউনিয়া প্রতিনিধি
আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১৭: ৩৮
কাউনিয়ায় গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

কাউনিয়ায় শোবার ঘর থেকে এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। তিনি মানসিক রোগে আক্রান্ত ছিলেন এবং এর জেরে বাঁশের ধরনার সঙ্গে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে পরিবারের সদস্যরা জানিয়েছেন।

ওই গৃহবধূর নাম শাপলা বেগম (২৭)। তিনি কাউনিয়ার মৌলভীবাজার গ্রামের মোজাহার আলীর মেয়ে এবং পীরগাছার সাতদারগা গ্রামের মিজান মিয়ার স্ত্রী। তিনি সন্তান নিয়ে বাবার বাড়িতে থাকতেন। গত শুক্রবার সেখানেই এ ঘটনা ঘটে।

শাপলার চাচাতো ভাই শহিদুল ইসলাম জানান, শাপলা মানসিক ও মৃগী রোগে আক্রান্ত ছিলেন। তিনি শুক্রবার দুপুরে পরিবারের লোকজনের অগাচরে শোবার ঘরে দরজা বন্ধ করে গলায় ফাঁস নেন। পরিবারের লোকজনের ঘটনা টের পেয়ে দরজা ভেঙে ঘরের ভেতরে প্রবেশ করে শাপলাকে নিচে নামায়। পরে তাঁকে উপজেলা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন।

কাউনিয়া থানার পরিদর্শক (তদন্ত) সেলিমুল রহমান বলেন, খবর পেয়ে তিনি ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ওই নারী মানসিকভাবে বিপর্যস্ত হয়ে আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা যাচ্ছে। এ ঘটনায় পরিবারের লোকজনের কোনো অভিযোগ না থাকায় মুচলেকা নিয়ে ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের অনুমতি দেওয়া হয়। তবে এ ব্যাপারে সুরতহাল প্রতিবেদন তৈরি এবং থানায় অপমৃত্যুর মামলা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মৌচাকে গাড়িতে লাশ: ২৫ লাখ টাকায় যুক্তরাষ্ট্রের কথা বলে জাকিরকে শ্রীলঙ্কায় নিয়েছিল দালাল

যেভাবে শেখ হাসিনাকে ফেরানোর পরিকল্পনা চলছিল, স্বীকারোক্তিতে জানালেন মেজর সাদিকের স্ত্রী জাফরিন

টেলিটক এখন গলার কাঁটা পর্যায়ে চলে এসেছে: ফয়েজ আহমদ তৈয়্যব

সিন্ধু পানিবণ্টন নিয়ে আন্তর্জাতিক আদালতের রায় পাকিস্তানের বড় জয়: পররাষ্ট্র মন্ত্রণালয়

বাংলাদেশের চার পাটপণ্যে ভারতের বন্দর নিষেধাজ্ঞা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত