Ajker Patrika

মিরপুরে আ.লীগ ও জাসদের সংঘর্ষ

কুষ্টিয়া প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৫: ১২
মিরপুরে আ.লীগ ও জাসদের সংঘর্ষ

কুষ্টিয়ার মিরপুরে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও জাসদের দুই চেয়ারম্যান প্রার্থীর কর্মী–সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। গত শুক্রবার রাত ১০টার দিকে উপজেলার বাড়ুইপাড়া ইউপির একতার পুর গ্রামে এই ঘটনা ঘটে। এতে ১১ জন আহত হন।

স্থানীয় সূত্রে জানা গেছে, আওয়ামী লীগের চেয়ারম্যান প্রার্থী শফিকুল ইসলাম মন্টু এবং জাসদের চেয়ারম্যান প্রার্থী সাইদুর রহমানের কর্মী-সমর্থকদের মধ্যে সংঘর্ষের এই ঘটনা ঘটে। সংঘর্ষে উভয় পক্ষের কমপক্ষে ১১ জনের আহত হয়েছেন। পাশাপাশি ভাঙচুর করা হয় বেশ কয়েকটি মোটরসাইকেল। আহতরা হলেন, সুজাত আলী, মিলন হোসেন, তাহাজ্জত আলী, ওমর ফারুক, চঞ্চল আহমেদ, রানা আলী, ছলিম মণ্ডল, মারুফ হোসেন, নাসির উদ্দীন, রকি, জিএম। তাঁদের মধ্যে আওয়ামী লীগ সমর্থিত ওমর ফারুক ও চঞ্চল আহমেদকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে শফিকুল ইসলাম বলেন, ‘শুক্রবার রাতে ২৫ থেকে ৩০টি মোটরসাইকেল নিয়ে আমি নির্বাচনী প্রচারে নামি। একপর্যায়ে আমার সমর্থকদের ওপর জাসদে সমর্থকেরা হামলা চালান। পিটিয়ে জখম করা হয় কয়েকজনকে। ভাঙচুর করা হয় কয়েকটি মোটরসাইকেল।’

এদিকে সাইদুর রহমান বলেন, ‘আওয়ামী লীগের কর্মীরা আমাদের নামে উস্কানিমূলক স্লোগান দিতে থাকেন। এর প্রতিবাদ করলে নৌকার চেয়ারম্যান প্রার্থী মন্টুর সমর্থকেরা আমাদের লোকজনকে মারধর ও অফিস ভাঙচুর করেন। ক্ষমতা দেখিয়ে উল্টো আমাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।’

মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম মোস্তফা জানান, শুক্রবার রাতে দুই গ্রুপের সংঘর্ষের ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায় এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। দুই পক্ষের কর্মী-সমর্থকদের বিরুদ্ধে মিরপুর থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত