Ajker Patrika

বেহাল সড়কে দুর্ভোগ চরমে

নরসিংদী প্রতিনিধি
আপডেট : ১৬ জানুয়ারি ২০২২, ০৮: ৩৮
বেহাল সড়কে দুর্ভোগ চরমে

নরসিংদী পৌর শহরের পুরোনো টাউন হল মোড় থেকে সরকারি কলেজ মোড় পর্যন্ত সড়ক বেহাল। দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কে তৈরি হয়েছে ছোট-বড় গর্ত ও খানাখন্দ। এতে চরম দুর্ভোগ পোহান ছোট যানবাহনের চালকসহ যাত্রী-পথচারীরা। প্রতিনিয়ত ঘটে দুর্ঘটনা। স্থানীয় বাসিন্দাদের দাবি, সড়কটি সংস্কারের কোনো উদ্যোগ নেই পৌর কর্তৃপক্ষের। পথচারীদের দুর্ভোগ লাঘবে সড়কটি দ্রুত সংস্কারের ব্যবস্থা নেওয়া হোক। অন্যদিকে পৌরসভা বলছে, আগামী সপ্তাহের মধ্যে এ সড়কের সংস্কারকাজ শুরু হবে।

স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে জানা গেছে, দীর্ঘদিন ধরে এ সড়কটি সংস্কার না হওয়ায় এক কিলোমিটার এলাকায় ছোট-বড় গর্ত ও খানাখন্দ সৃষ্টি হয়েছে। ভেঙে পড়েছে প্রায় সব ম্যানহোলের ঢাকনা। সরকারি কলেজের অনার্স ভবন মোড় থেকে পুরোনো টাউন হল মোড় পর্যন্ত চলাচলের অনুপযোগী এ সড়কে দুর্ঘটনার পাশাপাশি লেগে থাকছে তীব্র যানজট। পাঁচ মিনিটের পথ পাড়ি দিতে গিয়ে বাড়তি সময় ব্যয় করতে হচ্ছে। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছে স্কুল ও কলেজগামী শিক্ষক-শিক্ষার্থীরা। বৃষ্টির সময় সড়কে পানি জমা হয়ে তলিয়ে গিয়ে এ দুর্ভোগ আরও বেড়ে যায়। চলাচল অনুপযোগী এ সড়কের কারণে নষ্ট হচ্ছে বিভিন্ন যানবাহন।

ফেরদৌসী রহমান নামে এক পথচারী বলেন, সড়কের মোড়ে মোড়ে বড় গর্ত। অনেক ম্যানহোলের ঢাকনা খোলা। সারা রাস্তায় ছোট ছোট গর্ত। পৌর শহরে এ রকম রাস্তা থাকে কী করে! বৃষ্টির দিনে তো হাঁটাও যায় না।

রায়পুরা থেকে আসা সিএনজিচালিত অটোরিকশাচালক ফারুক মিয়া বলেন, ‘রোগী নিয়ে প্রাইভেট হাসপাতালসহ জেলা হাসপাতাল ও সাধারণ যাত্রী নিয়ে জেলা প্রশাসন, আদালতসহ মহাসড়কের বাসস্ট্যান্ডগুলোতে আমাকে যেতে হয়। সামান্য একটু বেহাল সড়কের জন্য কষ্ট করতে হয়। অসুস্থ মানুষ আরও অসুস্থ হয়ে পড়েন।’

পৌর শহরের ব্যাটারিচালিত অটোরিকশাচালক ইসমাইল হোসেন বলেন, ‘জেলখানা মোড় ও ভেলানগর বাসস্ট্যান্ড নেমে যাত্রীরা এ সড়কে শহরে আসেন। খালপাড় এলাকায় এসে যাত্রীদের ও আমাদের চরম দুর্ভোগ পড়তে হয়। প্রায়ই দুর্ঘটনা হয়। নষ্ট হয় গাড়ি। মাঝেমধ্যে চালক ও যাত্রীদের হাতাহাতিও হয়।’

নাম প্রকাশ না করার শর্তে এক পথচারী বলেন, সড়কটি খুবই গুরুত্বপূর্ণ। কারণ, নরসিংদী রেলস্টেশন, বড় বাজার, নরসিংদী সরকারি কলেজ, ব্রাহ্মন্দী মাধ্যমিক বালিকা বিদ্যালয়, সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান, ব্রাহ্মন্দী নতুন বাজার, উপজেলা ও জেলা প্রশাসনসহ বিভিন্ন স্থানে যাতায়াতের জন্য এ সড়ক ব্যবহার করতে হয়। এ ছাড়া রায়পুরা থেকে আরশীনগর হয়ে জেলা প্রশাসন, আদালত, ঢাকা-সিলেট মহাসড়কের ভেলানগর ও জেলখানা মোড়েও যাতায়াত করতে হয় এ সড়কে। দিন-রাত রিকশা, ভ্যান, ইজিবাইকসহ বিভিন্ন যানবাহন ও পথচারীর ভিড়ে ব্যস্ত থাকে সড়কটি। তাই মানুষের দুর্ভোগের কথা চিন্তা করে প্রশাসনের উচিত দ্রুত এ সড়কের সংস্কারের ব্যবস্থা করা।

নরসিংদী সরকারি কলেজের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী মাহমুদুল হাসান মাহফুজ বলেন, তিন-চার মিনিটের এই বেহাল সড়ক পার হতে ১৫ থেকে ২০ মিনিট বাড়তি সময় লাগে। সড়ক খারাপ হওয়ার কারণে যানবাহনের চালকেরাও যেতে অনীহা প্রকাশ করেন। এতে পরীক্ষার সময় সঠিক সময়ে পৌঁছানো যায় না।

এ বিষয়ে জানতে চাইলে, নরসিংদী পৌরসভার মেয়র আমজাদ হোসেন বাচ্চু বলেন, ‘একটি প্যাকেজের আওতায় দরপত্রের মাধ্যমে এ সড়কের সংস্কারকাজের উদ্যোগ নেওয়া হয়েছে। ইতিমধ্যে এই প্যাকেজ কাজের উদ্বোধনও করা হয়েছে। সপ্তাহ খানেকের মধ্যে এ সড়কের সংস্কারকাজ শুরু হবে। আশা করছি দ্রুতই কাজ শেষ হবে এবং মানুষের দুর্ভোগ আর থাকবে না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত