Ajker Patrika

সরিষায় লাভের আশা

পীরগঞ্জ (ঠাকুরগাঁও) প্রতিনিধি
আপডেট : ২২ ডিসেম্বর ২০২১, ১৩: ৪২
সরিষায় লাভের আশা

ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ উপজেলার ১০টি ইউনিয়নে বিস্তীর্ণ মাঠজুড়ে সরিষা খেত চোখে পড়ে। এর মধ্যে হাজীপুর, পীরগঞ্জ ও দৌলতপুর ইউনিয়নে বেশির ভাগ জমিতে সরিষার আবাদ করা হয়েছে। এ বছর বাম্পার ফলনের আশা করছেন স্থানীয় কৃষকেরা।

উপজেলার হাজীপুর ইউনিয়নের কটশিংগা গ্রামের কৃষক কার্তিক চন্দ্র রায় ও মোজাহার জানান, আবহাওয়া অনুকূলে থাকলে এবার সরিষার ভালো ফলন হবে। তবে ঘন কুয়াশায় সরিষার ক্ষতির আশঙ্কা করছেন তাঁরা।

উপজেলার একান্নপুর গ্রামের কৃষক ইসলাম জানান, একর প্রতি ৬-৭ মণের ওপরে ফলন পাওয়ার আশা করছেন তিনি। ন্যায্য মূল্য পেলে এবার সরিষা চাষিরা লাভবান হবেন।

উপজেলা কৃষি অফিস সূত্রে জানা যায়, চলতি বছর উপজেলায় বারি-১৪, বারি-১৭, বারি-১৮ সরিষা চাষ হয়েছে। রকেট সরিষা ১০০-১০৫ দিন এবং বারি সরিষার জাত ৮০-৯০ দিনের মধ্যে ঘরে তোলা যায়। আবহাওয়া অনুকূলে থাকলে এবার সরিষার ভালো ফলন হবে। দাম ভালো পেলে ভবিষ্যতে কৃষকেরা সরিষা চাষে আরও বেশি আগ্রহী হবেন।

পীরগঞ্জ উপজেলা উপসহকারী কৃষি কর্মকর্তা মিজানুর রহমান জানান, পীরগঞ্জ উপজেলায় রকেট ও বারি জাত মিলিয়ে মোট ১ হাজার ২০০ হেক্টর জমিতে সরিষার আবাদ হয়েছে। এবার সরিষার বাম্পার ফলনের সম্ভাবনা রয়েছে।

কৃষি কর্মকর্তা আরও বলেন, ‘রকেট জাতের সরিষা গাছের উচ্চতা হয় সাত ফুট। একর প্রতি ফলন ৪০-৪৫ মণ পর্যন্ত হয়ে থাকে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বন্ধুর সঙ্গে স্ত্রীর গোপন সম্পর্ক, ধর্ষণের অভিযোগ স্বামীর

তালগাছ কেটে শতাধিক বাবুইছানা হত্যা: প্রধান আসামি মোবারেক গ্রেপ্তার

বিমানবন্দরে ব্যাগের মধ্যে গুলির ম্যাগাজিন, যে ব্যাখ্যা দিলেন উপদেষ্টা আসিফ

এনবিআর আন্দোলনের ৬ নেতার বিরুদ্ধে অনুসন্ধানে নামছে দুদক

শাটডাউন কর্মসূচি করুক, বৈঠক হবে না: অর্থ উপদেষ্টা

এলাকার খবর
খুঁজুন

সম্পর্কিত