Ajker Patrika

তালায় শিশুশ্রম নিরসনে আলোচনা

তালা (সাতক্ষীরা) প্রতিনিধি
আপডেট : ২৮ নভেম্বর ২০২১, ১৭: ৪২
তালায় শিশুশ্রম নিরসনে আলোচনা

সাতক্ষীরার তালায় দাতা সংস্থা এডুকোর আর্থিক সহায়তায় শিশুশ্রম নিরসনে মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়।

শ্যামনগর উপজেলার বুড়িগোয়ালিনী ইউনিয়নের ভূমি অফিস চত্বরে আলোচনায় উপস্থিত ছিলেন এডুকো কর্মকর্তা মো. মাছুদুর রহমান, মো. মোস্তাফিজুর রহমান, মো. মিজানুর রহমান ও জিয়াউল হাসান চৌধুরী, উত্তরণ কর্মকর্তা মো. মনিরুজ্জামান জমাদ্দার, নাজমা আক্তার, মো. আমিনুর রহমান, এসএম ফয়সাল আহম্মেদ, অলোক পাল ও মো. আনিছুর রহমানসহ কাশিমাড়ী, বুড়িগোয়ালিনী, মুন্সিগঞ্জ ও গাবুরা স্কুলের শিশু, শিক্ষক, অভিভাবক, শিশু সুরক্ষা কমিটির সদস্য ও কর্ম মালিকরা।

বে-সরকারি সংস্থা উত্তরণের আয়োজনে এটি হয়। গত শুক্রবার সকালে উত্তরণের প্রকল্প সমন্বয়কারী হাসিনা পারভীন এর সঞ্চালনা করেন।

মুক্ত আলোচনায় উপস্থিত সব অংশগ্রহণকারী উত্তরণ ও এডুকো বাংলাদেশের কার্যক্রম সম্পর্কে মতামত ও পরামর্শ দেন।

অংশগ্রহণকারীরা বলেন যে এই শিশুশ্রম নিরসন প্রকল্পের আওতায় শ্রমজীবী শিশুদের শিক্ষাগ্রহণ ও কারিগরি প্রশিক্ষণের সুযোগ করে দেওয়ায় এই এলাকার অনেক হতদরিদ্র পরিবারের অনেক উপকার হবে। কারিগরি প্রশিক্ষণ পেয়ে ওই সকল শিশুরা কিছু আয় করে পরিবারকে সহায়তা করতে পারবে।

এ সময় তাঁরা আরও বলেন, এই ৪টি বিদ্যালয়ের শিশুদের দুপুরের খাবার, স্কুল ড্রেস, ব্যাগ ও উপবৃত্তির ব্যবস্থা করলে ভালো হতো। যে সকল শিশুরা কারিগরি প্রশিক্ষণ গ্রহণ করছে তাঁদের প্রশিক্ষণ শেষে কাজ শুরু করার জন্য কিছু উপকরণ দেওয়া এবং প্রশিক্ষণের মেয়াদ ৩ মাসের স্থানে ৫ মাস করার দাবি জানান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারী কমিশনের রিপোর্ট বাতিল হলে অন্যগুলোও বাতিলযোগ্য: উমামা ফাতেমা

খালেদা জিয়ার দেশে ফেরার ফ্লাইট থেকে সরানো হলো দুই কেবিন ক্রু

প্রাথমিকে আবার চালু হচ্ছে বৃত্তি পরীক্ষা: গণশিক্ষা উপদেষ্টা

নারী কমিশন তৈরির জন্য জুলাই বিপ্লবে কেউ জীবন দেয়নি: মাহমুদুর রহমান

১৯৪৭ থেকে ২০২৫: ভারত-পাকিস্তান যুদ্ধ ও ফলাফল

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত