Ajker Patrika

সুজানগরে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে জখম

পাবনা প্রতিনিধি
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২১, ১৫: ৫৭
সুজানগরে ছাত্রলীগ নেতাকে পিটিয়ে জখম

পাবনার সুজানগর উপজেলার নাজিরগঞ্জ ইউনিয়নের মালফিয়া দরগার মোড় এলাকায় গত বুধবার রাতে ছাত্রলীগের এক নেতাকে পিটিয়ে আহত করেছে প্রতিপক্ষের লোকজন। তাঁকে গুরুতর আহত অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

আহত ওই ছাত্রলীগ নেতার নাম আলাউদ্দিন শেখ (২৫)। তিনি মালফিয়া গ্রামের বাসিন্দা এবং সুজানগর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি। এ ঘটনায় আলাউদ্দিন নিজেই বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন।

অভিযোগ সূত্রে জানা গেছে, বুধবার রাত ৮টার দিকে দরগার মোড় এলাকায় একটি মুদি দোকানের সামনে বসেছিলেন ছাত্রলীগ নেতা আলাউদ্দিন। এ সময় দুর্বৃত্তরা অতর্কিত সেখানে গিয়ে হাতুড়ি, রড ও লাঠি দিয়ে তাঁকে পিটিয়ে আহত করে। পরে স্থানীয় লোকজন তাঁকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে।

ভুক্তভোগী আলাউদ্দিন বলেন, পূর্বশত্রুতা ও ইউপি নির্বাচনে নৌকার এজেন্ট হওয়ায় প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর এ হামলা চালিয়েছে।

নাজিরগঞ্জ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক মশিউর রহমান খান ঘটনার সত্যতা স্বীকার করে এর সঙ্গে জড়িতদের আইনের আওতায় এনে শাস্তির দাবি জানিয়েছেন।

এ বিষয়ে জানতে চাইলে সুজানগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, অভিযোগ পেয়েছেন তিনি। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত