Ajker Patrika

গণটিকায় ভিড় নেই

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ২৪ নভেম্বর ২০২১, ১১: ৪৯
গণটিকায় ভিড় নেই

করোনার গণটিকাকেন্দ্রে স্বভাবতই মানুষের উপচে পড়া ভিড় লক্ষণীয়। কিন্তু ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) চলমান ওয়ার্ডভিত্তিক গণটিকা কর্মসূচিতে সেই চিত্র নেই। গতকাল মঙ্গলবার ডিএনসিসির ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ডের টিকাকেন্দ্রের স্বাস্থ্যকর্মীরা অনেকটা অলস সময় কাটিয়েছেন। সংশ্লিষ্টরা বলছেন, গণটিকা কর্মসূচির প্রচার না থাকায় অনেকেই বিষয়টি জানেন না। তবে ডিএনসিসি সূত্র বলছে, ইতিমধ্যে অনেকেই টিকার আওতায় এসেছেন। আর মানুষের মধ্যে করোনাভীতি আগের মতো নেই। তাই টিকাকেন্দ্রে মানুষের ভিড় নেই।

ডিএনসিসির সূত্র বলছে, ডিএনসিসির ৫৪টি ওয়ার্ডের ৫৫টি কেন্দ্রে গতকাল ২৭ হাজার ৫০০ জনকে করোনা টিকার প্রথম ডোজ দেওয়ার লক্ষ্য ছিল। কিন্তু টিকাগ্রহীতার উপস্থিতি কম থাকায় ১৯ হাজার ১৪২ জনকে টিকা দেওয়া হয়েছে। এর মধ্যে ৯ হাজার ৪৬৩ জন পুরুষ এবং নারী ৯ হাজার ৬৭৯ জন।

ডিএনসিসির ৩৬ নম্বর ওয়ার্ডের টিকাদানকেন্দ্রের স্বাস্থ্যকর্মী লাইলা আফরোজা বলেন, ‘টিকা দেওয়ার বিষয়ে এবার মাইকিং করা হয়নি। অনলাইনে রেজিস্ট্রেশন ছাড়াই করোনা টিকা দেওয়া যাবে। এটা অনেকে জানেন না।’

৩৫ নম্বর ওয়ার্ড টিকাদানকেন্দ্রের সুপারভাইজার ইকবাল সিদ্দিকী বলেন, বেলা বাড়ার সঙ্গে সঙ্গে টিকা নিতে আসা মানুষের সংখ্যাও বাড়বে।

সার্বিক বিষয়ে জানতে চাইলে ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল জোবায়দুর রহমান বলেন, এবারের তিন দিনের গণটিকা কার্যক্রমে ডিএনসিসির ৫ লাখ মানুষকে টিকা দেওয়া হবে। তবে অনেক মানুষ ইতিমধ্যে টিকার আওতায় এসেছেন। এ ছাড়া মানুষের করোনাভীতি কেটে যাওয়ায় টিকায় আগ্রহ নেই।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

টাকা দিয়ে নারীর চাবুকের ঘা খাচ্ছিলেন পুরুষ, দুজন গ্রেপ্তার

ভারতের সঙ্গে সংঘাতে পাকিস্তানের ভাগ্যনিয়ন্তা সেনাপ্রধান জেনারেল মুনির

প্রবাসীর রেমিট্যান্সের অর্থ আত্মসাৎ, নারী ব্যাংক কর্মকর্তা কারাগারে

পাকিস্তানে কীভাবে হামলা চালাতে পারে ভারত, ইতিহাস যা বলছে

জনবল-সরঞ্জাম বেশি হলেও সমরশক্তিতে ভারত কি পাকিস্তানের চেয়ে এগিয়ে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত