Ajker Patrika

সুভাষ দত্ত

সম্পাদকীয়
সুভাষ দত্ত

সুভাষ দত্ত একাধারে চলচ্চিত্র অভিনেতা, প্রযোজক, পরিচালক, চিত্রনাট্যকার ও শিল্প নির্দেশক ছিলেন। কর্মজীবনের শুরুর দিকে সিনেমার পোস্টার আঁকতেন। এরপর চলচ্চিত্রে অভিনয় এবং সবশেষে চলচ্চিত্র নির্মাণ—প্রতিটি ক্ষেত্রেই তিনি সাফল্য পেয়েছেন।

এ দেশের প্রথম সবাক চলচ্চিত্র ‘মুখ ও মুখোশ’-এর পোস্টার ডিজাইন তিনিই করেন। ‘মাটির পাহাড়’ চলচ্চিত্রে আর্ট ডিরেকশনের মধ্য দিয়ে তাঁর সিনেমা পরিচালনার জীবন শুরু হয়। এরপর তিনি এহতেশাম পরিচালিত ‘এ দেশ তোমার আমার’ সিনেমায় প্রথম অভিনয়ের সুযোগ পান। চলচ্চিত্রে তিনি কৌতুকাভিনেতা হিসেবে অভিনয় করেও বেশ প্রশংসা অর্জন করেছিলেন। এ ছাড়া তিনি ১৯৭২ সালে আরণ্যক নাট্যদলের হয়ে ‘কবর’ নাটকে প্রথম মঞ্চাভিনয় করেন।

সত্যজিৎ রায়ের ‘পথের পাঁচালী’ সিনেমা দেখেই সুভাষ দত্ত চলচ্চিত্র নির্মাণের অনুপ্রেরণা পান। নির্মাণ করেন নিজের প্রথম চলচ্চিত্র ‘সুতরাং’। চলচ্চিত্রটি মুক্তি পেয়েছিল ১৯৬৪ সালে।

 ‘সুতরাং’ ছাড়াও তাঁর নির্দেশিত ছবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো—কাগজের নৌকা, আয়না ও অবশিষ্ট, অরুণোদয়ের অগ্নিসাক্ষী, আবির্ভাব, বলাকা মন, সবুজ সাথী, বসুন্ধরা, সকাল সন্ধ্যা, ডুমুরের ফুল, নাজমা, স্বামী স্ত্রী, আবদার, আগমন, শর্ত, সহধর্মিণী, সোহাগ মিলন, পালাবদল, আলিঙ্গন, বিনিময়, আকাঙ্ক্ষা ইত্যাদি। তাঁর পরিচালিত সর্বশেষ চলচ্চিত্র ‘ও আমার ছেলে’ ২০০৮ সালে মুক্তি পায়।

বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের পটভূমিতে নির্মিত ‘অরুণোদয়ের অগ্নিসাক্ষী’ তাঁর অন্যতম সেরা ছবি হিসেবে বিবেচনা করা হয়। ১৯৭৭ সালে আলাউদ্দিন আল আজাদের বিখ্যাত উপন্যাস ‘২৩ নম্বর তৈলচিত্র’ অবলম্বনে ‘বসুন্ধরা’ নামের যে চলচ্চিত্রটি তিনি নির্মাণ করেন, তা আজও চলচ্চিত্র সমালোচকদের মধ্যে আলোচিত হয়।

তাঁর হাত ধরেই চলচ্চিত্রে অভিনয়ের সুযোগ ঘটে কবরী, সুচন্দা, উজ্জল, শর্মিলী আহমেদ, ইলিয়াস কাঞ্চন, আহমেদ শরীফ ও মন্দিরার।

সুভাষ দত্তের জন্ম ১৯৩০ সালের ৯ ফেব্রুয়ারি দিনাজপুরে, মামাবাড়িতে। তবে তাঁর বাবা-মায়ের বাড়ি ছিল বগুড়ার সারিয়াকান্দি উপজেলায়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পেহেলগাম হামলা: ধরা খেয়ে গেল মোদির কাশ্মীর ন্যারেটিভ

বিবাহিতদের পুলিশ ক্যাডারে সুপারিশ না করার প্রস্তাব

ভারত-পাকিস্তান উত্তেজনা: বিমানবাহিনীকে সর্বোচ্চ প্রস্তুতি নিতে বললেন প্রধান উপদেষ্টা

সারজিসের সামনেই বগুড়ায় এনসিপি ও বৈষম্যবিরোধীদের মধ্যে হাতাহাতি-সংঘর্ষ

‘ঘুষের জন্য’ ৯১টি ফাইল আটকে রাখেন মাউশির ডিডি: দুদক

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত