Ajker Patrika

বিশ্বকাপে ভারতকে হারিয়ে পাকিস্তানের ইতিহাস

আপডেট : ২৫ অক্টোবর ২০২১, ১৩: ৫৩
বিশ্বকাপে ভারতকে হারিয়ে পাকিস্তানের ইতিহাস

ভারত-পাকিস্তান ম্যাচ মানেই ভিন্ন এক উত্তেজনা। রাজনৈতিক বৈরিতায় এই ম্যাচের উত্তাপ খেলার মাঠের লড়াইকেও ছাপিয়ে যায়। তবে সেই রাজনীতির কারণেই নিয়মিত খেলা হয় না এই দুই চিরপ্রতিদ্বন্দ্বী প্রতিবেশী দেশের। তাদের খেলা দেখতে তাকিয়ে থাকতে হয় বড় মঞ্চের দিকে। তেমনই এক উপলক্ষ গতকাল এসেছিল দুবাইয়ে। টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মুখোমুখি হয়েছিল এ দুই দল। তবে উত্তাপের মঞ্চে ১০ উইকেটের দাপুটে জয়ে ইতিহাস বদলাল পাকিস্তান।

এই ম্যাচের আগে পরিসংখ্যান ও বিশ্লেষকদের চোখে পাকিস্তানের চেয়ে এগিয়েই ছিল ভারত। মোট হিসাবে এগিয়ে থাকলেও বিশ্বকাপের মঞ্চে ভারতকে কখনোই হারাতে পারেনি পাকিস্তান। এর আগে ওয়ানডে ও টি-টোয়েন্টি মিলিয়ে বিশ্বকাপে ১২ ম্যাচ খেললেও প্রতিটিতে হেরেছিল পাকিস্তান। বিশ্বকাপের আগে পাকিস্তান অধিনায়ক বাবর আজম বলেছিলেন, সেই ইতিহাস বদলাতে চান তাঁরা। দুবাইয়ে নিজের কথা রেখেছেন বাবর। ভারতের ১৫২ রানের লক্ষ্য ১৩ বল ও ১০ উইকেট হাতে রেখে টপকে যায় পাকিস্তান।

লক্ষ্য তাড়ায় এদিন পাকিস্তানকে দারুণ শুরু এনে দেন মোহাম্মদ রিজওয়ান ও বাবর আজম। এ দুজন অবিচ্ছিন্ন থেকে পাকিস্তানকে এনে দেন বড় জয়। রিজওয়ান (৭৮) ও বাবর (৬৮) রানে অপরাজিত থাকেন।

এর আগে দুবাইয়ে টস জিতে ভারতকে ব্যাটিং করতে পাঠান পাকিস্তান অধিনায়ক বাবর। তাঁর এই সিদ্ধান্তকে ইনিংসের চতুর্থ বলেই সঠিক প্রমাণ করেন শাহিন শাহ আফ্রিদি। লেগ বিফোরের ফাঁদে পড়ে ফেরেন রোহিত শর্মা (০)। আগুন ঝরা বোলিং নিয়ে দুশ্চিন্তা ছিল আগে থেকেই। তাঁর পেস তোপের সামনে টিকতে পারেননি অন্য ওপেনার লোকেশ রাহুলও (৩)।

৬ রানে ২ উইকেটে হারানো ভারতের হাল ধরার চেষ্টা করেন অধিনায়ক বিরাট কোহলি ও সূর্যকুমার যাদব। দলীয় ৩১ রানে হাসান আলী ফিরিয়ে দেন সূর্যকুমারকে (১১)। দলের বিপর্যয়ে ঋষভ পন্তকে সঙ্গে নিয়ে দলকে এগিয়ে নেন কোহলি। উইকেটে থিতু হয়ে ধীরে ধীরে রানের গতিও বাড়ানোর চেষ্টা করেন তাঁরা। তবে পাকিস্তানের নিয়ন্ত্রিত বোলিংয়ে খুব একটা সুবিধা করতে পারছিলেন না এই দুই ভারতীয় ব্যাটার। এরপরই অবশ্য হাত খুলে খেলতে শুরু করেন দুই ভারতীয় ব্যাটার। দ্রুত রান তুলতে গিয়ে দলীয় ৮৪ রানে আউট হন পন্ত (৩৯)।

এক প্রান্তে উইকেট পড়তে থাকলেও অন্য প্রান্তে কোহলি লড়ে যান একাই। ৪৫ বলে নিজের ফিফটিও পার করেন ভারত অধিনায়ক। ৪৯ বলে ৫৭ রান করে আউট হন কোহলি। অধিনায়কের বিদায়ের পর ভারত থামে ১৫১ রানে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ডাকসুতে শিবিরের জয়ে উদ্বেগ শশী থারুরের, জবাব দিলেন মেঘমল্লার

‘বেয়াদবি ছুটায় দেব’: সরি বলতে অসুবিধা নেই, বললেন সেই জামায়াত নেতা

শাহজালাল বিমানবন্দরের অভ্যন্তরীণ টার্মিনালের সামনে কোমরপানি

ইসরায়েলের হামলার কী জবাব হবে—আরব-ইসলামিক সম্মেলন ডাকল কাতার

রাজাকারের বাচ্চারা মুক্তিযুদ্ধকে বিনাশ করতে পারবে না: ফজলুর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত