Ajker Patrika

মান্দায় কিশোরী গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

মান্দা (নওগাঁ) প্রতিনিধি
আপডেট : ৩১ অক্টোবর ২০২১, ১৮: ৪৫
মান্দায় কিশোরী গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার

নওগাঁর মান্দায় ঘরের তীরের সঙ্গে ঝুলন্ত অবস্থায় এক কিশোরী গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। গত শুক্রবার রাতে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। পরে ময়নাতদন্তের জন্য নওগাঁ হাসপাতাল মর্গে পাঠানো হয়। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী সবুজ হোসেন পলাতক রয়েছেন।

মৃত কিশোরী গৃহবধূর নাম আয়েশা আক্তার (১৮)। তিনি উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নের দাসপাড়া গ্রামের সবুজ হোসেনের স্ত্রী ও রাজশাহীর বাগমারা উপজেলার সোনাডাঙ্গা গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে।

স্থানীয় বাসিন্দারা জানান, উপজেলার দাসপাড়া গ্রামের সাইফুল ইসলামের ছেলে সবুজ হোসেনের সঙ্গে প্রায় এক বছর আগে রাজশাহীর বাগমারা উপজেলার সোনাডাঙ্গা গ্রামের আশরাফুল ইসলামের মেয়ে আয়েশা আক্তারের বিয়ে হয়। বিয়ের পর থেকেই তাঁদের মধ্যে দাম্পত্য কলহ লেগে থাকত। পারিবারিক বিভিন্ন বিষয় নিয়ে স্ত্রী আয়েশা আক্তারকে নির্যাতন করতেন স্বামী সুবজ হোসেন।

মৃতের বাবা আশরাফুল ইসলাম বলেন, বিয়ের পর থেকেই যৌতুকসহ বিভিন্ন বিষয় নিয়ে মেয়ে আয়েশা আক্তারকে নির্যাতন করছিল জামাই সবুজ হোসেন। এসবের জের ধরেই মেয়েকে হত্যা করে লাশ ঝুলিয়ে রাখা হয়েছে বলেও অভিযোগ করেন তিনি।

মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুর রহমান বলেন, ঘরের তীরের সঙ্গে ফাঁস দেওয়া অবস্থায় কিশোরী গৃহবধূ আয়েশা আক্তারের মরদেহ উদ্ধার করা হয়েছে। সুরতহাল প্রতিবেদন তৈরিসহ ময়নাতদন্তের জন্য তাঁর মরদেহ মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলেই তাঁর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিনা খরচে টাইফয়েডের টিকা পাবে ১৩ লাখ শিশু, পেতে যা করতে হবে

বাগরামে যুক্তরাষ্ট্রের উপস্থিতি ‘অগ্রহণযোগ্য’, পাকিস্তান–চীনের সঙ্গে এক সুর ভারতের

৭৫ কোটি টাকার কর ফাঁকি: এনবিআর কর্মকর্তাকে বাধ্যতামূলক অবসর

ধর্ষণের আলামত নষ্ট, ধুনট থানার সাবেক ওসির বিরুদ্ধে পরোয়ানা

মহাসড়কের বেহাল দশা দেখতে গিয়ে নিজেই যানজটে আটকা উপদেষ্টা, রওনা দিলেন মোটরসাইকেলে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত