Ajker Patrika

ঘোড়াঘাটে চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৬

দিনাজপুর প্রতিনিধি
আপডেট : ২২ সেপ্টেম্বর ২০২১, ১৩: ১৩
ঘোড়াঘাটে চেয়ারম্যানসহ গ্রেপ্তার ৬

দিনাজপুরের ঘোড়াঘাটে জুয়ার আসর থেকে ইউপি চেয়ারম্যানসহ ৬ জনকে আটক করেছে পুলিশ। এ সময় নগদ ৩ লাখ ৯৪ হাজার টাকা,৩টি মোটরসাইকেল ও ৫টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

গত রোববার বিকেলে উপজেলার নারায়নপুর গ্রামের একটি বাড়িতে জুয়া খেলারত অবস্থায় তাদের আটক করে পুলিশ। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে ৬ জনকে আসামি করে একটি মামলা করেছে।

আটক ব্যক্তিরা হলেন, জেলার পলাশবাড়ী উপজেলার ১ নম্বর কিশোরগাড়ী ইউনিয়নের চেয়ারম্যান আমিনুল ইসলাম রিন্টু (৫২)। ঘোড়াঘাট উপজেলার রামপাড়া গ্রামের শামীম মিয়া (৪৫), নুরপুর গ্রামের রাইনুর ইসলাম রানু সরকার (৪৫), কশিগাড়ী গ্রামের শ্রী বকুল সরকার (৪৫), সদর উপজেলার মধ্যপাড়া গ্রামের হুমায়ুন কবীর (৬৩) এবং সিরাজগঞ্জ জেলার শাহজাদপুর উপজেলার শহিদুল ইসলাম (৪২)।

বিষয়টি নিশ্চিত করে ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়েছে। এ সময় ঘটনাস্থল থেকে জুয়া খেলার নগদ অর্থ , মোবাইল ফোনসহ একটি মোটর সাইকেলসহ প্রায় সাড়ে ৮ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। আটক ব্যক্তিদের গতকাল সোমবার সকালে জেলা আদালতে পাঠানো হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত