Ajker Patrika

কাগজের ফুল বেচেই চলে জীবন-জীবিকা

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি
আপডেট : ১৬ নভেম্বর ২০২১, ২০: ২৯
কাগজের ফুল বেচেই চলে জীবন-জীবিকা

ফুল নেবে.... ফুল.... লাল-নীল রঙিন কাগজের ফুল। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন হাট-বাজার, পাড়া-মহল্লা ঘুরে ঘুরে রঙিন কাগজ ও প্লাস্টিকের ফুল বিক্রি করেন মো. সুজন। সাত বছর ধরে এ উপজেলায় ফুল বিক্রি করছেন এই নওগাঁর এই যুবক। এই ফুল বিক্রি করেই চলে তাঁর সংসার।

কাঠফাটা রোদ কিংবা মুষলধারে বৃষ্টি কোনো কিছুই তাঁর কাজে বাধা হতে পারে না। বের হতেই হয় তাঁকে। ফুল বিক্রি করতে না পারলে সংসার চলবে কী করে? নিজ হাতে তৈরি কাগজের ফুল বিক্রিই যে তাঁর রোজগারের একমাত্র উপায়।

মো. সুজন জানালেন তাঁর কথা। তিন বলেন, ‘আমি একেক সময় একেক স্থানে চলে যাই এই ফুল বিক্রি করতে। যদিও করোনায় ব্যবসায় বড় ক্ষতি হয়েছে তবুও চাচ্ছি যেন এই কাগজের ফুল বিক্রি করে কিছুটা হলেও ক্ষতি পুষিয়ে নিতে পারি। প্রতি দিন ৭ থেকে ৮ শ টাকার ফুল বিক্রি হয়। তবে মাঝে মাঝে বেশিও হয়। পরিস্থিতির ওপর নির্ভর করে বিক্রির পরিমাণ। সেখান থেকে যা লাভ হয় তা দিয়ে নিজে চলি ও পরিবারের জন্য বাড়িতে টাকা পাঠাই।’

তিনি আরও বলেন, ‘ব্যবসা যদিও লাভজনক তারপরও জীবনের যথেষ্ট ঝুঁকি নিয়ে আমাদের এ ব্যবসায় করতে হয়। ঝুঁকি নিয়ে বাসের ছাদে কখনো বা ট্রাকে করে গন্তব্যে যাই। এভাবেই চলে আমার জীবন-জীবিকা। এক স্থান থেকে অন্যস্থানে। যাযাবর জীবনযাপন করেও বেশ সুখেই আছি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ফেল করায় বকা খেয়ে বাড়ি ছাড়ে বাংলাদেশি কিশোরী, ভারতে ৩ মাসে ২০০ লোকের ধর্ষণ

‘বিচারপতি খায়রুলকে হাতকড়া পরানো মানে পুরো বিচার বিভাগকে হাতকড়া পরানো’

রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী আটক

কোথাও ঘুরতে ইচ্ছা করলে আমাকে জানাবে—ছাত্রীকে খুবি অধ্যাপক

আগামী সপ্তাহের মধ্যে ৫ ইসলামী ব্যাংক একীভূত করার প্রক্রিয়া শুরু: গভর্নর

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত